এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    লক্ষ্মীপুরে ইমাম হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে ৯ লাখ ইমাম-মুয়াজ্জিন

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:১২ পিএম
    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:১২ পিএম

    লক্ষ্মীপুরে ইমাম হত্যা: স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাবে ৯ লাখ ইমাম-মুয়াজ্জিন

    আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশ: ১১ জুন ২০২৫, ১০:১২ পিএম

    বাংলাদেশ জাতীয় ইমাম সমতির সহ-সভাপতি মাওলানা হাবীব আহম্মদ শিহাব বলেন, সমাজের সবচেয়ে ভালো মানুষ হচ্ছে ইমাম। মানুষকে অপরাধ নয় কল্যাণের পথে ডাকেন তারা। সেই ইমামকে পিটিয়ে হত্যা। এটি ইতিহাসের জঘন্যতম অপরাধ। এই অপরাধের সঙ্গে যারা জড়িত। তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। সেটি করা না হলে, সারাদেশের প্রায় ৯ লাখ ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে পুলিশ প্রধানের কাছে যাবো। প্রয়োজনে স্বরাষ্ট্র ও প্রধান উপদেষ্টার কাছে গিয়ে বিচার চাইবো। ন্যায়বিচারের জন্য চাপপ্রয়োগ করবো। তবে এই মুহুর্তে নয়। আগে দেখবো, স্থানীয় প্রশাসন কি ধরণের ব্যবস্থা নিচ্ছেন।

    লক্ষ্মীপুরের মসজিদের ইমাম মরহুম মাওলানা কাউছার হোসেন মিলনের (৫৫) পরিবারের সঙ্গে সাক্ষাত ও কবর জিয়ারতের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    মাওলানা কাউছার সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের পূর্ব রাজিবপুর গ্রামের একটি মসজিদের ইমাম ও জামায়াত ইসলামের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ওই এলাকার মৃত মমিন উল্লাহর ছেলে।

    মাওলানা হাবীব বলেন, অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই। তাদের পরিচয়, তারা অপরাধী। এজন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো। কোন সন্ত্রাসী বা অপরাধীকে যেন আশ্রয় না দেয়। তাদের জন্য যেন তদবির না করে। প্রশাসনকে প্রভাবিত না করে। বরং ইমাম হত্যাকাণ্ডে জড়িত আসামীদের গ্রেফতারে তারা সহযোগিতা করবে। এমনটি প্রত্যাশা জাতীয় ইমাম সমিতির।

    তিনি আরও বলেন, সামাজিক একটি ঘটনা নিয়ে একদল সন্ত্রাসীর হামলার শিকার হচ্ছেন হত্যাকাণ্ডের শিকার ইমামের ছোট ভাই। তখন চাচাকে রক্ষা করতে মরহুম কাউছার আহমেদের ছেলেও ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার হয়। খবরটি পেয়ে সন্তানকে বাঁচাতে ইমাম সাহেব সেখানে গিয়েছেন। ওই সময় সন্ত্রাসীরা তাকেও মারধর করে। সে ঘটনার কিছু সময় পর তিনি মারা যান। হামলাকারীরা একটি রাজনৈতিক দল (বিএনপি) এর কর্মী ও নেতা ছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রশাসনের কাছে দাবি জানাই।

    জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহা সচিব মাওলানা মহি উদ্দিন বলেন, মাওলানা কাউছার হামলার শিকার হয়ে মারা গিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। প্রশাসনকে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় সারাদেশের ইমাম-মুয়াজ্জিনরা বসে থাকবে না। তারা প্রতিবাদ জানাবে, প্রতিরোধ গড়ে তুলবে।ইমাম-মুয়াজ্জিনদের আপনারা দুর্বল ভাববেন না। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে, জাতীয় ইমাম সমিতি মনে করে। এই হত্যাকান্ডের যথাযথ বিচার দেশের প্রশাসন করবে।

    উল্লেখ্য, জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনের মৃত্যুর ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (৮ জুন) সন্ধ্যায় নিহতের স্ত্রী শিল্পি আক্তার বাদী হয়ে সদর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। এতে এজাহারভুক্তরা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। কাউছার বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে হামলার শিকার হন। হামলায় জড়িতরা বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পরে সন্ধ্যায় তিনি মারা যান।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…