এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম

    ইরানে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৩৪ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানে নিকট ভবিষ্যতে যে কোনো সময়ে হামলা চালাতে পারে ইসরায়েল। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কয়েক জন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস, সিবিএসসহ একাধিক সংবাদমাধ্যম।

    বুধবার (১১ জুন) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি প্রদান করা হয়। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যেসব সেনাসদস্য এবং কর্মকর্তা অবস্থান করছেন, তারা চাইলে স্বেচ্ছায় দেশে ফিরে আসতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির পর এই গুঞ্জন আরও পোক্ত হয়েছে।

    যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা জানায়, ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে সেই হামলার মাত্রা কেমন হতে পারে— তা এখনও পরিষ্কার নয়। কর্মকর্তারা জানান, ইরানে সামরিক আঘাত হানবার জন্য গত কয়েক মাস ধরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত চাইছেন নেতানিয়াহু; কিন্তু ট্রাম্প এখনও সংকেত দিচ্ছেন না।

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, কয়েক মাস আগে ইরানে হামলার একটি পরিকল্পনা ট্রাম্পের সামনে হাজির করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প সেই পরিকল্পনা খারিজ করে দিয়ে বলেছিলেন, তিনি সংলাপের মাধ্যমে ইরানকে পারমাণবিক প্রকল্প থেকে দূরে সরিয়ে রাখতে চান।

    দুই সপ্তাহ আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেছিলেন, ইরানে হামলা করা থেকে বিরত থাকতে নেতানিয়াহুকে সতর্কবার্তা দিয়েছেন তিনি, কারণ বর্তমানে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে মার্কিন ও ইরানি সরকারি প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছে।

    তবে ট্রাম্প আর কতদিন নেতানিয়াহুকে ঠেকিয়ে রাখতে পারবেন বা রাখবেন— তা একটি বড় প্রশ্ন। কারণ পরমাণু প্রকল্প নিয়ে চলমান সংলাপে তেহরানকে যে প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন, তা বাতিল করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট একটি পডকাস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। সেখানে ট্রাম্পকে বলতে শোনা গেছে যে পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি আদৌ হবে কিনা— সে ব্যাপারে তার আত্মবিশ্বাস কমে আসছে।

    পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতায় আসতে গত মে মাস থেকে সংলাপ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইতোমধ্যে সংলাপের ষষ্ঠ রাউন্ড শেষও করেছেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা।

    প্রসঙ্গত, ২০২৪ সালের এক অক্টোবর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এক রাতে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের সামরিক বাহিনী। তাতে অবশ্য ইসরায়েলের কোনো ক্ষতি হয়নি, কারণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে পেরেছিল ইসরায়েল।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…