গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মাঝুখান এলাকায় ঈদের ছুটিতে একটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার মূল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে প্রায় ৬ ভরি স্বর্ণ ও রুপার গয়না এবং নগদ ৩৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
ভুক্তভোগী মাহাবুব আলম (২৪) টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার বাগুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে তিনি মাঝুখান এলাকায় পরিবারসহ বসবাস করছেন।
মাহাবুব আলম জানান, গত ৬ জুন (শুক্রবার) ঈদের ছুটিতে তিনি পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যান এবং পাঁচ দিন অবস্থান করেন। ১১ জুন (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে এসে দেখতে পান, মূল দরজার তালা ভাঙা এবং ঘরের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।
তিনি বলেন, এসময় আলমারির তালাও ভাঙা পাই। সেখান থেকে একটি স্বর্ণের গলার চেইন (১০ আনা), রুপার হাতের বালা ও পায়ের নুপুর (মোট প্রায় ৬ ভরি) এবং নগদ ৩৫ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।
পরদিন ১২ জুন (বৃহস্পতিবার) বিকালে মাহাবুব আলম কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি চুরির ঘটনার দ্রুত তদন্ত এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে কালিয়াকৈর থানার (ওসি) অপারেশন যোবায়ের আহমেদ সময়ের কন্ঠস্বরকে জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এমআর-২