এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০২:৪৩ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০২:৪৩ পিএম

    দিনাজপুর সীমান্ত দিয়ে নারী-পুরুষ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০২:৪৩ পিএম

    দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ৯ শিশুসহ ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

    বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাতে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত এলাকা দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম।

    বিজিবি জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্তের ২৯৫/১ এস সীমানা পিলার এলাকায় হঠাৎ আলো নিভিয়ে দেয় বিএসএফ। এ সময় সেখানে বিজিবি সদস্যরা নিয়মিত টহলে ছিলেন। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ১৫ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেন। পরে বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতায় অচিন্তপুর বিওপি ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। আটক ১৫ জনের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ, বাকিরা শিশু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত বছরের ৭ অক্টোবর বেনাপোল সীমান্ত দিয়ে মুম্বাই যান। পরে মুম্বাই শহরে দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলেন।

    ঠেলে ঢুকিয়ে দেওয়া ব্যক্তিরা হলেন মোঃ আকাশ মোল্লা (৬০), স্ত্রী হিরিনা বেগম (৫২), ছেলে হাসু মোল্লা (৩৪), মনির মোল্লা (৩০), নাতি বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), রাবেয়া মোল্লা (৪), নাতিনি সুমাইয়া খাতুন (১১), আহমেদ মোল্লা (৮), আলামিন (৮), সুরাইয়া (৮), খাদিজা খাতুন (৪), ইব্রাহিম মোল্লা (২), ছেলের বৌ ঝর্ণা খাতুন (২৮) এবং প্রতিবেশী তাজমা বেগম (৪০)।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই জেলার কালিয়া উপজেলার শীতলপাটি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। তাঁদের দাবি, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানোর সময় বিএসএফ সদস্যরা কয়েকজনের কাছ থেকে ব্যবহৃত মুঠোফোন ও নগদ অর্থ কেড়ে নেন।

    বিজিবি জানায়, ওই ১৫ জন বর্তমানে অচিন্তপুর বিওপি ক্যাম্পে অবস্থান করছেন। তাঁদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…