এইমাত্র
  • মূল অভিযুক্ত ফয়সালের বাবা গ্রেফতার
  • এবার আ.লীগ-জাপাসহ ১৪ দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ
  • জীবন-মরণের সন্ধিক্ষণে হাদি: চিকিৎসক
  • এবার মোটরসাইকেলের মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কবির
  • মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
  • বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর
  • বলিউডের গুপ্তচর সিনেমা ভারত-পাকিস্তানে রাজনৈতিক ঝড় : আল জাজিরা
  • যে কারণে এতো দামে মুস্তাফিজকে দলে টানল কেকেআর
  • ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ২০
  • ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ
  • আজ বুধবার, ২ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০২:৪৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০২:৪৯ পিএম

    কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৩ জুন ২০২৫, ০২:৪৯ পিএম

    চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার লোকজন ওই কিশোরের বাড়িতে হামলা চালিয়ে তার বড় বোনকে ঘর থেকে তুলে নিয়ে প্রকাশ্যে মারধর করে। পরে মামলার পর ফের পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

    ঘটনাটি ঘটে গত ৯ জুন রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বহদ্দারবাপের বাড়িতে। আহত কিশোর (১৪) ও তার বড় বোন (১৭) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

    মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাত ৯টার দিকে শিকলবাহার মালুম বাড়ির সামনে মুদিদোকানি মো. খোরশেদের (৩৭) দোকানে সয়াবিন তেল কিনতে যায় কিশোরটি। তবে বোতলের ভেতরে ময়লা দেখতে পেয়ে সে তেলের মান নিয়ে প্রশ্ন তোলে। এতে ক্ষিপ্ত হয়ে দোকানি খোরশেদ প্রথমে তাকে চড়থাপ্পড় মারেন। পরে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালিয়ে তার বড় বোনকে ঘর থেকে জোরপূর্বক টেনে বের করে বেধড়ক মারধর করা হয়।

    এ ঘটনায় আহতদের মা বাদী হয়ে কর্ণফুলী থানায় ৪জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫জনকে আসামি করে মামলা করেছেন। নাম উল্লেখ করা আসামিরা হলেন—মুদিদোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির ওরফে লেদু (৫৬) ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।

    মামলার পরও সন্ত্রাসীরা হুমকি-ধামকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বাদী। তিনি বলেন, ‘আমি মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। কিন্তু মামলা করার পরও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি। আজ বিকেলে দোকানি খোরশেদ ও তার লোকজন আমার স্বামীকে রাস্তায় মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের সহযোগিতা চাই।’

    কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…