এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    ‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:১৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:১৭ পিএম

    ‘চোকার্স’ তকমা ঘুচল দক্ষিণ আফ্রিকার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১২:১৭ পিএম
    বিশ্ব বিখ্যাত লর্ডস স্টেডিয়ামের ব্যালকনিতে জয় উদযাপন করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ।। ছবি: সংগৃহীত

    আইসিসির টুর্নামেন্টের ফাইনালের মঞ্চে এক হতভাগ্য দলের নাম দক্ষিণ আফ্রিকা। বারবার আইসিসির নানা ইভেন্টের ফাইনালে পৌঁছালেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি দলটির। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও শেষ মুহূর্তের নাটকীয়তায় শিরোপা হাতছাড়া হয়েছিল প্রোটিয়াদের। আর এজন্যই ক্রিকেট পাড়ায় ‘চোকার্স’ তকমা পেয়েছিল দলটি।

    অবশেষে এই ‘চোকার্স’ ঘোচাতে পেরেছে দলটি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ হারিয়েছে চ্যাম্পিয়ন বনে গেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টেম্বা বাভুমা এবং এইডেন মার্করামের দৃঢ় ব্যাটিংয়ে অবশেষে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো প্রোটিয়ারা।

    ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে দাপট দেখিয়েছে দুই দলের পেসাররা। প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে পেসার কাগিসো রাবাদ ও মার্কো জানসেনের বোলিং তোপে মাত্র ২১২ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। বিউ ওয়েবস্টার করেন সর্বোচ্চ ৭২ রান। এছাড়া স্টিভেন স্মিথ করে ৬৬ রান। রাবাদা ৫টি ও জানসেন নেন ৩টি উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে অজি পেসার প্যাট কামিন্সের তাণ্ডবে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে প্রোটিয়াদের হয়ে বাভুমা ৩৬ ও বেডিংহ্যাম করেন ৪৫ রান। অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স ৬টি ও মিচেল স্টার্ক নেন ২টি উইকেট।

    ৭৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অজিদের ব্যাটিং লাইন আট তছনছ করে দেয় প্রোটিয়া পেসার। মাত্র ২০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক করেন সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি করেন ৪৩ রান। রাবাদা ৪টি ও লুঙ্গি এনগিডি নেন ৩টি উইকেট।

    জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রায়ান রিকেলটনের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে উইয়ান মুলডার ও টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মার্করাম।

    মুলডার ২৭ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন মার্করাম। অন্যদিকে ফিফটি তুলে নেন বাভুমা। শেষ দিকে আরও ৩ উইকেট হারালেও ৫ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।

    মার্করাম ১৩৬ ও বাভুমা করেন ৬৬ রান। এছাড়া বেডিংহ্যাম ২১ ও কাইল ভেরেন ৪ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ৩টি উইকেট।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…