এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:৫২ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:৫২ পিএম

    মৃত্যুর কাছে হার মানলেন কিশোর গ্যাংয়ের হামলায় আহত বৃদ্ধ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন দিনমজুর জাহাঙ্গীর হোসেন (৫২)। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি।

    কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকায় আড়াই মাস চিকিৎসাধীন থাকার পর গত শনিবার (১৪ জুন) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই মো. জসিম।

    এর আগে, গত ১৫ রমজান বিকেলে এক জুয়ার ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলায় আহত হন সুদেব শীল মনু নামের এক ব্যক্তি। মারধরের পাঁচদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। মনুর মৃত্যুর পর তার দরিদ্র পরিবার এলাকা ছেড়ে অজানার উদ্দেশে চলে যান।

    মর্মান্তিক এ দুটি ঘটনা ছাড়াও উদমারা গ্রামে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অন্তত ১৫-২০টি সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। এলাকাবাসী জানান, কেউ প্রতিবাদ করলেই তাকে মারধর, লাঞ্ছনা ও হুমকির শিকার হতে হচ্ছে।

    জানা গেছে, সেখানকার কিশোর সন্ত্রাসীরা গ্রামের তেলিবাড়ী, অধিকারীবাড়ি, এবং বেড়িবাঁধ এলাকায় সন্ধ্যার পর জুয়ার আসর বসান। সেইসাথে মাদক বেচাকেনা এবং ছিনতাইয়ের মতো ঘটনার সাথে জড়িয়ে পরেছেন তারা। মোটরসাইকেল ছিনতাই, কখনো চাঁদাবাজি বা প্রকাশ্যে সংঘর্ষ—প্রায় প্রতিটি অপরাধের সাথে এদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। জানা গেছে, এসব গ্যাং সদস্যদের বয়স সাধারণত ১৪ থেকে ২২ বছর।

    এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “উদমারা গ্রামে কিশোর গ্যাংয়ের হামলায় আহত পরিবারের পাশে আমরা আছি। অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তারের চেষ্টা চলছে। মনু শীলের মৃত্যুর ঘটনাও খতিয়ে দেখা হচ্ছে।

    তিনি আরও বলেন, “কিশোর অপরাধ বন্ধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

    এসকে/এনএস/এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…