মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটে অতিরিক্ত হাসলি আদায় বন্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ জুন) সকালে এলাকাবাসীর পক্ষ থেকে হরগজ বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- হরগজ বাজারের ব্যবসায়ী বেল্লাল হোসেন, এ্যাড. হাবিবুর রহমান হাবিব, হরগজ ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী শহিদুল্লাসহ আরো অনেকে।
প্রতিবাদ মিছিলে বক্তারা জানান, হড়গজ এর এই হাটটি ১৯৭৩ সাল থেকে শুরু হয় ঐতিয্যবাহী এই হাটের ব্যপক সুনাম রয়েছেন। বিভিন্ন জেলা উপজেলা থেকে হাটে গরু ক্রেতা ও বিক্রেতা আসেন। তবে দীর্ঘদিন ধরে অতিরিক্ত হাসলি আদায় করার কারনে বন্ধ হওয়ার অতিক্রম। অতিরিক্ত হাসিল আদায় করলে হাটের ক্রেতা বিক্রেতার সমাগম কমে যাবে এক সময় হাট বন্ধ হয়ে যাবে তাই অতিরিক্ত হাসিল বন্ধ করে হাটের ঐতিহ্য রক্ষা ও অতিরিক্ত হাসলি বন্ধ করে নতুন করে ১৫০ টাকা হাসলি নির্ধারন করে কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, এই হাটের হাসিল আগে ২০০ টাকা ছিল কিন্তু গত ১ মাস য়াবদ ৩০০ টাকা করা হয়েছে এমনকি ঈদের সময় ৫০০ টাকা করা হয়। বর্তমানে ৩০০ টাকা রয়েছে। তবে হাঁসুলি ১৫০ টাকা করা হলে ক্রেতা এবং বিক্রেতাদের জন্য অনেক সুবিধা হবে এবং ক্রেতা বিক্রেতার সমাগম ঘটবে বলে মনে করেন তারা।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ না করার কারনে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।