এইমাত্র
  • স্বাধীনতার ৫৪ বছরেও ‘মুক্তিযোদ্ধা’ স্বীকৃতি পাননি ওয়াজ উদ্দিন তালুকদার
  • জবিতে সফলভাবে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
  • ইসলামী আন্দোলনে যোগ দিলেন বকশীগঞ্জ বিএনপির সাবেক সভাপতি
  • হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন মাসুদের ব্যাংক হিসাব জব্দ
  • হাদির ওপর হামলার প্রতিবাদে মোংলায় এনসিপির বিক্ষোভ
  • হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
  • তারাগঞ্জে নির্বাচনী আচরণবিধি কার্যকরে অভিযান
  • হাদির ওপর হত্যাচেষ্টা দেশকে মেধাহীন করার ষড়যন্ত্র: আসিফ মাহমুদ
  • হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:০৪ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

    সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ১১ পিস ইয়াবা, ৫০ পুড়িয়া হেরোইন এবং ৫০০ গ্রাম গাঁজা।

    থানা সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) ভোরে উপজেলার লতব্দী ইউনিয়নের গোডাউনবাজার এলাকায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, লতব্দী ইউনিয়নের চন্ডিবার্দি গ্রামের আব্দুর রশিদ বেপারীর ছেলে মো. আরিফ বেপারী (৩০) এবং মীরকাদিম পৌরসভার নুর মোহাম্মদ শেখের ছেলে মো. দিদার হোসেন শেখ (৪৫)।

    এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার মালখানগর পশ্চিমপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে ৫০ পুড়িয়া হেরোইন, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. জুয়েল (৩০), সে মালখানগর বাজার এলাকার মো. শাহ আলমের ছেলে।

    অভিযানকালে আরও দুই মাদক ব্যবসায়ী সুমন (৪০) ও জুয়েল শেখ (৩৮) পালিয়ে যায়।

    ডিবি পুলিশের এসআই মো. কামরুল জানান, গ্রেপ্তার জুয়েলের প্যান্টের পকেট থেকে প্রায় ৫ গ্রাম পরিমাণ ৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।

    সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ আল মামুন বলেন, 'মাদকবিরোধী অভিযানে আমাদের অবস্থান জিরো টলারেন্স।' পৃথক দুটি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

    তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামত যথাযথ প্রক্রিয়ায় জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…