এইমাত্র
  • নাশকতাকারীদের দেশত্যাগ রোধে হিলি সীমান্তে বিজিবির সর্তকতা, টহল জোরদার
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

    বাঙলা কলেজ শিক্ষার্থী সুহিনের আত্মহত্যা, নেপথ্যে মানসিক চাপ

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০৮:৩৯ পিএম

    রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত শিক্ষার্থীর নাম সোহানুজ্জামান সুহিন। তিনি সরকারি বাঙলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র (রোল নম্বর ১০১৮৪), এবং আসন্ন এইচএসসি-২০২৫ ব্যাচের পরিক্ষার্থী ছিলেন।

    পারিবারিক সূত্রে জানা গেছে, সুহিন মিরপুর পীরেরবাগ ঝিলপাড় এলাকার একটি বাসায় ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তার পিতার নাম নুর আলম এবং মাতার নাম শামসুন্নাহার লাভলী।

    নিহতের চাচা জানান, “আগামী ২৬ জুন শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল সুহিন। তবে সম্প্রতি সে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে এবং প্রায় সময় মোবাইল গেমে মগ্ন থাকত। এ নিয়ে বাবা নুর আলম তাকে অনেক বকাবকি করেন। চাচার ধারণা, পারিবারিক এ মানসিক চাপে পড়েই সুহিন আত্মহত্যার পথ বেছে নেয়।”

    সুহিনের সহপাঠী এবং রুমমেট বর্ষা বলেন, “আমরা শুরু থেকেই একসাথে আছি। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পর আমি আজকে আসলাম। এসেই শুনি ও আত্মহত্যা করেছে। এ বিষয়ে আমি তেমন কিছু বলতে পারব না তবে পড়াশুনা নিয়ে ওর বাবা ওরে অনেক বকাঝকা এবং গালিগালাজ করেছে। সে এ বিষয়টি নিয়ে ও অনেক মানসিক চাপে ছিলো।”

    স্হানীয় প্রতিবেশীরাও জানান, সুহিন স্বভাবতই শান্ত প্রকৃতির ছিল, তবে সম্প্রতি সে কিছুটা গুটিয়ে গিয়েছিল।

    এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার বলেন, “দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাবে না।”

    এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সহপাঠীদের মধ্যেও। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মহত্যার খবর শেয়ার করে শোক প্রকাশ করছেন।

    মানসিক চাপ, পারিবারিক বিরোধ এবং কিশোরদের মোবাইল আসক্তির মত বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে এই ঘটনা।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…