এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১০:২৯ পিএম
    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১০:২৯ পিএম

    নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

    আমিনুল হক বুলবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১০:২৯ পিএম

    ময়মনসিংহের নান্দাইলে বেতাগৈর ইউনিয়ন ভূমি অফিসে তালা ভেঙে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

    ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর রবিবার (১৫ জুন) সকালে বীরকামট খালী গ্রামে অবস্থিত অফিসে এসে চুরির বিষয়টি দেখতে পান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদ ও অফিস সহায়ক ইকবাল আহমেদ।

    চোরচক্র একটি ল্যাপটপ, একটি ইউপিএস, টোনার (প্রিন্টারের কালি) চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা।

    ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফিরোজ আহমেদ চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

    সরেজমিন দুপুরে ভূমি অফিসে গিয়ে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর আজ রোববার সকালে অফিসে এসে কর্মকর্তারা চুরির বিষয়টি দেখতে পান।

    অফিস সহায়ক ইকবাল আহমেদ বলেন, 'সকালে অফিসে এসে দেখি মূল গেইটের তালা ভাঙা। পরে ভিতরে প্রবেশ করে দেখি বারান্দার দুইপাশের দুটি দরজা খোলা। অফিসের সবকিছু এলোমেলো। উপরে দেওয়া সিলিংয়ের ফাঁক দিয়ে মূলঘরে চোর প্রবেশ করে।'

    ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ আহমেদের সাথে কথা বললে তিনি জানান, 'ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটির পর আজ রোববার সকালে অফিসে এসে অফিস সহায়ক ইকবাল আহমেদ দেখেন অফিসের মূল ইটের তালা ভাঙা। পরে বিষয়টি আমাকে অবগত করে। আমি অফিসে এসে দেখি সবকিছু এলোমেলো।'

    তিনি জানান, 'চোরচক্র একটি ল্যাপটপ, একটি ইউপিএস, টোনার (প্রিন্টারের কালি) চুরি করে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা। চুরির বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান স্যারকে জানিয়েছি।'

    নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন, 'চুরির বিষয়টি আমাকে জানানো হয়েছে। এ বিষয়ে মামলা বা একটি জিডির কাজ শুরু করেছি।'

    নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, 'ঈদের মধ্যে বন্ধ ছিল। এরকম ল্যাপটপ থাকার কথা নয়। বিষয়টি আমরা দেখছি, আসলে চুরি না অন্যকিছু। অন্য কর্মচারীর কাছেও থাকতে পারে, বিষয়টি আমরা দেখছি।'

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…