এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:০৩ পিএম
    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:০৩ পিএম

    পুঠিয়া বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ

    মো. আরিফুল হক রুবেল, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:০৩ পিএম

    রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপির তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ করা হয়েছে।

    দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই তিন নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন জেলা বিএনপি। গত ১৩ জুন এই নোটিশ ইস্যু করা হলেও বিষয়টি প্রকাশ পায় রোববার (১৫ জুন)।

    বিএনপি নেতা নজরুল ইসলাম মন্ডলসহ কারণ দর্শানো নোটিশ পাওয়া অপর দুই নেতা হলেন, পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর ইসলাম মন্ডল।

    জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ জুন বিএনপি থেকে আজীবন বহিষ্কার হওয়া পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমার সঙ্গে দলীয় ফরম বিতরণ ও সভা করেছেন শোকজ পাওয়া এই তিন নেতা। এভাবে একজন বহিষ্কৃত নেতার সাথে সভা করে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করেছেন।

    এই ঘটনায় এই তিন নেতার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা তা জানতে চেয়ে কারণ দর্শানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে ওই তিন নেতাকে।

    নজরুল ইসলাম মন্ডল ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে দু’বারই পরাজিত হোন তিনি।

    এ ব্যাপারে কথা বলতে নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে কল করা হলে তিনি এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি।

    এবিষয়ে পুঠিয়া পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, বলেন, আমি কারণ দর্শানো নোটিশ পেয়েছি। তবে যে কারনে কারণ দর্শানোর কথা বলা হয়েছে। সেটি ঠিক নয়। ১১ জুন বিএনপির একটি প্রোগ্রামে পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুমা প্রধান বক্তা ছিলেন, আমিও বিশেষ অতিথি ছিলাম। তবে জানতাম না তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের বিষয়টি যেনেছি রাত ১১-১২টার দিকে ফেসবুকে। তবে আগে জানলে সেই অনুষ্ঠানে যেতাম না।

    রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, দলের শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত জরুরি ছিল। শোকজের জবাব পাওয়ার পর পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…