এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ইরানের নতুন শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:৪৮ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:৪৮ পিএম

    ইরানের নতুন শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০২:৪৮ পিএম

    ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালিয়ে দেশটির বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার আলি শাদমানিকে হত্যা করেছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

    ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘সোমবার (১৬ জুন) রাতে হঠাৎ করে একটি সামরিক সুযোগ আসে। ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের ভেতরে একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল সামরিক নিয়ন্ত্রণকেন্দ্রে সফল হামলা চালায়, যেখানে আলি শাদমানি অবস্থান করছিলেন। তিনি ছিলেন যুদ্ধকালীন চিফ অব স্টাফ, আইআরজিসির সবচেয়ে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী।’

    আলি শাদমানি আইআরজিসির প্রকৌশল ও নির্মাণ শাখা খাতাম আল-আনবিয়া'র কেন্দ্রীয় সদরদপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধাবস্থায় ইরানের সামরিক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের দায়িত্ব ছিল এই ইউনিটটির ওপর।

    তবে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এ হামলা বা মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়নি। দেশটির রাষ্ট্রীয় বা বেসরকারি সংবাদমাধ্যমেও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি।

    এর আগে, ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচিকে লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। সেইসব হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাঘেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি এবং খাতাম আল-আনবিয়ার তৎকালীন কমান্ডার জেনারেল গোলামআলি রশিদ।

    এরপরই আলি শাদমানিকে নতুন কমান্ডার হিসেবে নিযুক্ত করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। একই সঙ্গে তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার অর্পণ করা হয়।

    দুই দেশের চলমান পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ইরানের কমপক্ষে ২২৪ এবং ইসরায়েলের ২৪ জন নাগরিক নিহত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…