এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

    এস এম আকাশ, মঠবা‌ড়িয়া (পিরোজপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:১৬ পিএম
    এস এম আকাশ, মঠবা‌ড়িয়া (পিরোজপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:১৬ পিএম

    মঠবাড়িয়ায় চাকরি দেয়ার কথা বলে ২ কোটি টাকা নিয়ে লাপাত্তা

    এস এম আকাশ, মঠবা‌ড়িয়া (পিরোজপুর) প্রতি‌নি‌ধি প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১০:১৬ পিএম

    পিরোজপুরের মঠবাড়িয়ায় রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে ৩৫ চাকরি প্রত্যাশীর কাছ থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাকরি পাইয়ে দেয়া প্রতারক নজরুল ইসলাম অবসরপ্রাপ্ত শিক্ষক। অপরদিকে চাকরি না পেয়ে অনেকের সংসার ভেঙে যাবার উপক্রম হয়েছে।

    মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মঠবাড়িয়া পৌর শহরের একটি ভবনে আত্মসাৎকৃত টাকা ফেরৎ পাওয়া ও প্রতারক নজরুল ইসলামের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

    সংবাদ সম্মেলনে মঞ্জুরুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, উপজেলার পাতাকাটা গ্রামের বাসিন্দা ও গুদিঘাটা সরোজিনী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম ২০২০ সাল থেকে মঠবাড়িয়া উপজেলায় “গুদিঘাটা সরোজিনী”, “বড় মাছুয়া খেজুরবাড়িয়া”, “ছোট মাছুয়া”, “ফুলঝুড়ী সৈয়দ মেমোরিয়াল” ও “নলী সরদারপাড়া” বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে ৫টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ওই ৫টি বিদ্যালয়ের নিজেকে সভাপতি বলে প্রচার চালান। বিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এরপর বিভিন্ন প্রলোভনে নানা কৌশলে ৩৫ জনের নিকট থেকে ২ কোটি টাকা হাতিয়ে নেন। গত ৫ আগস্টের পরপরই ওই প্রতারক শিক্ষক পরিবারের সকল সদস্যদের নিয়ে আত্মগোপনে গেলে প্রতারণার বিষয়টি আমাদের বোধদ্বয় হয়।

    এছাড়াও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মিসেস সালমা সুলতানা, সাইদুর রহমান, মোঃ হাসান, শিমু আক্তার, অন্তর কুমার, মুন্নি আক্তার, মো. মামুন, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোঃ বাবু, মোসাঃ হাসিনা বেগম, সাইদুল ইসলাম, খোকন মল্লিক ও অভিভাবক মোঃ শহিদুল ইসলাম।

    শিমু আক্তার ও সাবিনা ইয়াসমিন বলেন, চাকরির জন্য টাকা দেয়ার কারণে স্বামীর সাথে সাংসারিক অশান্তি বিরাজ করছে।

    অভিযুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম ৫ আগস্টের পর স্ব-পরিবারে পলাতক থাকায় কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…