এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:০৩ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:০৩ এএম

    পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:০৩ এএম

    পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার ফার্মেসির আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল বলে জানা গেছে।

    মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত যৌথ বাহিনীর এই অভিযান চলে। গোপন তথ্যের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাই বোন ফার্মেসি থেকে ইব্রাহিমকে আটক করা হয়।

    পরবর্তীতে তার মোলানিপাড়া এলাকার বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর রাখা দুটি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট।

    সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

    আটকের পর ইব্রাহিম আলীকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেওয়া হয় এবং পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

    এ বিষয়ে ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় সময় সংবাদকে বলেন, ‘সেনাবাহিনী দেশের সর্বত্র মাদকবিরোধী কার্যক্রম চালাচ্ছে। এ অভিযানে ট্যাপেন্ডাডলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ‘আটক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…