এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নগদ ডিলারের টাকা ছিনতাইয়ের নাটক, ৩২ লাখ টাকা উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:১৮ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:১৮ পিএম

    নগদ ডিলারের টাকা ছিনতাইয়ের নাটক, ৩২ লাখ টাকা উদ্ধার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:১৮ পিএম

    যশোরে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছিল। নগদ পরিবেশক রবিউল ইসলাম ও প্রাইভেটকার চালক সাজু ওই টাকা গায়েব করতেই ছিনতাই নাটকের জন্ম দেয়। পুলিশের তদন্তে শেষ পর্যন্ত ঘটনা গোপন থাকেনি। বেরিয়ে এসেছে আসল কাহিনি। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৩২ লাখ সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

    মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল শেখ জানান, ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদের যশোর শাখার পরিবেশক সদর উপজেলার ভাতুড়িয়া হাফেজ পাড়ার জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম ও প্রাইভেটকারের চালক শহরের পোস্ট অফিস পাড়ার মোহাম্মদ সাজুর কথাবার্তা ছিল সন্দেহজনক। এক জনের কথার সাথে আরেক জনের কথার মিল ছিল না। ফলে রবিউল ও সাজুকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়। তারা নিজেরা টাকা গায়েব করতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিল।

    যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মঞ্জুরুল হক ভুঞা জানান, গভীর তদন্তে টাকা ছিনতাইয়ের আসল ঘটনা বেরিয়ে এসেছে। নগদ পরিবেশক রবিউল ও প্রাইভেটকার চালক সাজু স্বীকারোক্তি অনুযায়ী ৩২ লাখ সাড়ে ৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। তারা দুইজনসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের নাটক সাজিয়ে ওই টাকা নিজেরা আত্মসাত করতে চেয়েছিল। প্রেস বিফ্রিংয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


    উল্লেখ্য, মঙ্গলবার (১৭ জুন) সকালে নগদ যশোরের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়ে তিনি একটি (ঢাকা মেট্টো গ-১৫-৫৯২৩) প্রাইভেটকারে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন নগদ যশোর শাখার পরিবেশক রবিউল ইসলাম। ওই টাকা মনিরামপুর শাখা সাব অফিসের কর্মকর্তা সাজিদের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল। পথিমধ্যে কুয়াদার জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটের সামনে গিয়ে গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা প্রাইভেটের গ্লাস ভাঙচুরের পর টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায় বলে প্রচার করা হয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…