এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    ফিচার

    বিড়ালের রেডিমেড খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘থ্রি এস’

    রবিন দাস প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম
    রবিন দাস প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম

    বিড়ালের রেডিমেড খাবারের বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘থ্রি এস’

    রবিন দাস প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৫:৫৫ পিএম
    ছবি: সংগৃহীত

    আজকের ব্যস্ত নগরজীবনে মানসিক প্রশান্তির উৎস হয়ে উঠছে পোষা প্রাণী, বিশেষ করে বিড়াল। সহজ যত্নে আপন হয়ে ওঠা এই প্রাণীটি শুধু ভালোবাসারই নয়, মানসিক প্রশান্তিরও এক অনন্য উৎস।

    তবে বিড়ালের সঠিক পরিচর্যার পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর ও সুষম খাবার। অনেকেই ভুল করে ঘরোয়া খাবার যেমন লবণ-মসলাযুক্ত মাছ বা মাংস খাওয়ান, যা বিড়ালের জন্য ক্ষতিকর। ভেটেরিনারি চিকিৎসকদের মতে, বিড়ালের জন্য নির্দিষ্ট প্রোটিনযুক্ত, রেডিমেড ক্যাট ফুডই সবচেয়ে উপযোগী।

    কিন্তু যারা বিড়াল পোষনে তাদের মধ্যে অনেকেই নিজেদের এই পোষা প্রাণীর জন্য সুষম ও মানসম্পন্ন খাবার নিয়ে চিন্তায় ভোগেন। তাছাড়া বিড়ালের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও রেডিমেড খাবার বাংলাদেশে এখনও তেমনভাবে সহজলভ্য হয়ে ওঠেনি। এমন পরিস্থিতিতে দেশের বিড়াল প্রেমিদের এই সমস্যার সমাধান দিচ্ছে থ্রি এস ইমপেক্স বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠান।

    থ্রি এস ইমপেক্স বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের বাজারে আন্তর্জাতিক মানের পোষ্য খাবার সরবরাহ করে আসছে। তাদের বিড়ালের জন্য উন্নতমানের খাবারগুলো এমনভাবে তৈরি, যাতে প্রতিটি বয়স ও জাতের বিড়াল পায় প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি।

    পণ্যের ধরন:

    থ্রি এস ইমপেক্স শুধু বিড়াল নয়, কুকুর ও অন্যান্য পোষা প্রাণীর জন্যও খাবার সরবরাহ করে। রয়েছে কিটেন ফুড, অ্যাডাল্ট ক্যাট ফুড, ক্যাট স্ন্যাকস, ট্রিট, মিল্ক সাবস্টিটিউট, সাপ্লিমেন্টসহ আরও অনেক পণ্য।

    থ্রি এস ইমপেক্স বাংলাদেশ পণ্যের বৈশিষ্ট্যগুলো হলো:

    - প্রিমিয়াম কোয়ালিটির কিটেন ও অ্যাডাল্ট ক্যাট ফুড

    - হজমে সহায়ক ও হাই-প্রোটিন ফর্মুলা

    - পশুচিকিৎসক দ্বারা স্বীকৃত ও সুপারিশকৃত

    - সহজলভ্য প্যাকেজিং ও ন্যায্য মূল্য

    - কোনও ক্ষতিকর উপাদান বা কৃত্রিম রঙ নেই

    থ্রি এস ইমপেক্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মো. শামীম সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমাদের লক্ষ্য পোষা প্রাণীদের সুস্থতা নিশ্চিত করা। পোষ্যরা যেমন আমাদের পরিবার, তাদের জন্য সঠিক পুষ্টির ব্যবস্থা করাই আমাদের অঙ্গীকার। আমরা শুধু বাজারে সেরা ব্র্যান্ডের খাদ্যই নিয়ে আসি, যা পোষ্যদের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতায় সহায়ক।’

    তবে থ্রি এস ইমপেক্স বিড়ালের সুষম খাবার বিক্রির পাশাপাশি অন্যান্য পোষা প্রাণী যেমন কুকুর, পাখি এবং অ্যাকুয়িরামের মাছের খাবারও পাওয়া যায়। তাছাড়া যারা পোষা প্রাণী পালনের বাসস্থান থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম নিয়ে চিন্তিত তাদের জন্যও সমাধান নিয়ে এসেছে থ্রি এস ইমপেক্স। সুলভ মূল্যেই পোষা প্রাণীদের এসব সরঞ্জাম দেশের বাজারে সরবরাহ করে থাকে তারা।

    যোগাযোগ করুন থ্রি এস ইমপেক্স বাংলাদেশের সাথে:

    ওয়েবসাইট: https://3simpexbd.com

    হোয়াটসঅ্যাপ: +880 1896227705

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…