এইমাত্র
  • সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেবো: হাসনাত
  • দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুুসে!
  • গালফ প্রো কার চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার
  • সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
  • নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
  • বিএনপির প্রার্থী পুনঃবিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন
  • পিএসএলের কারণে পিছোতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর
  • ৩০ বছর পর রোগীর পেট থেকে বের হলো লাইটার
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম

    শেষ বিকেলে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের ছন্দপতন

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৬:৪৭ পিএম
    ছবি: সংগৃহীত

    গল টেস্টের দ্বিতীয় দিনটা যেন দুই চেহারায় ধরা দিল বাংলাদেশ দলের জন্য। একদিকে ব্যাট হাতে দাপুটে ইনিংস, অন্যদিকে দিনের শেষ ভাগে হঠাৎ উইকেট পতনের ঝড়।

    প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দিনের শুরুটা ছিল দারুণ। আগের দিন ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে টাইগাররা।

    তবে দিনের শুরুতেই বড় ধাক্কা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরে যান ১৪৮ রান করে, যা তিনি করেন ২৭৯ বল খেলে। সেঞ্চুরি ছাড়িয়ে ডাবল সেঞ্চুরির সম্ভাবনাও ছিল, কিন্তু তাতে বাধা দিলো তার বিদায়।

    এরপর মুশফিকুর রহিমের সঙ্গে দারুণ এক জুটি গড়েন লিটন দাস। মুশফিক ব্যাট চালান পরিণত ধৈর্যে, অন্যদিকে লিটন খেলেছেন আগ্রাসী মেজাজে। লিটন তুলে নেন হাফসেঞ্চুরি, মুশফিকও অতিক্রম করেন ১৫০ রানের মাইলফলক।

    চা বিরতির ঠিক আগে ৪ উইকেটে ৪২৩ রান নিয়ে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর হঠাৎ নামে বৃষ্টি। খেলা কিছু সময় বন্ধ থাকার পর স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে আবার শুরু হয় খেলা।

    বৃষ্টি ও বিরতির পর মুশফিক-লিটন জুটি রানের চাকা সচল রাখলেও হঠাৎ ছন্দপতন। মুশফিক ৩৫০ বল খেলে ১৬৩ রান করে ফিরেন দলের স্কোর যখন ৪৫৮। এরপরই পরের ওভারে লিটন দাস বিদায় নেন ৯০ রানে, মাত্র ১০ রান দূরে থেকে সেঞ্চুরি মিস করেন তিনি। খেলেছেন ১২৩ বলের ইনিংস।

    লিটনের বিদায়ের পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলী অনিক ১৬ বলে ৮ রান করে আউট হন, নাঈম হাসান করেন ৩০ বলে ১১ রান।

    শেষ দিকে উইকেট হারালেও স্কোরবোর্ডে সম্মানজনক রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দিনশেষে ১৫১ ওভার শেষে ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে মাঠ ছেড়েছে দল। ক্রিজে রয়েছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।

    শ্রীলঙ্কার হয়ে সমান ৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো, থারিন্দু রাথনায়েকে এবং মিলান রাথনায়েকে।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…