এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পাকুন্দিয়ায় শরিফ হত্যা মামলায় পলাতক ২ আসামি গ্রেফতার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৩২ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৩২ এএম

    পাকুন্দিয়ায় শরিফ হত্যা মামলায় পলাতক ২ আসামি গ্রেফতার

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৩২ এএম

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সালুয়াদী বাজারের ব্যবসায়ী শরীফ মিয়া হত্যা মামলার আসামি শান্ত (২২) এবং জাহেদুল ইসলাম পরশ (১৯) নামের দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

    গতকাল বুধবার (১৮ জুন) রাতে গ্রেপ্তারের বিষয়টি পাকুন্দিয়া থানাধীন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. ইউসুফ নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব ১৪ ও পুলিশের যৌথ অভিযানিক দল।

    গ্রেপ্তারকৃত শান্ত মিয়া সালুয়াদী গ্রামের জালাল উদ্দীনের ছেলে এবং পরশ একই এলাকার ইমাম হোসেন মোড়লের ছেলে। এর আগে এই মামলার প্রধান আসামি ইমাম হোসেন মোড়লকে গত (১৮ মে) গ্রেফতার করা হয়েছিল। নিহত শরীফ মিয়া একই এলাকার মৃত খায়রুজ্জামানের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।

    পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, 'ডিএমপি উত্তরা বিভাগের দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই বাসায় অভিযান চালিয়ে দুই আসামি শান্ত ও পরশকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শরীফ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। শান্ত ও পরশকে গ্রেপ্তারের মধ্য দিয়ে শরীফ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হল। অন্যদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

    উল্লেখ্য, গত (২৭ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে পূর্ব শত্রুতার জেরে ইমাম হোসেন মোড়ল, পরশ ও শান্তসহ ৭-৮ জনের একটি দল শরীফ মিয়ার দোকানে ঢুকে লাঠি ও ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…