এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:২১ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:২১ পিএম

    শায়েস্তাগঞ্জে ধানের জমিকে কেন্দ্র করে গড়ে উঠেছে হাঁসের খামার

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জুন ২০২৫, ০৮:২১ পিএম

    আষাঢ়-শ্রাবণ দুই মাস বর্ষাকাল। বর্ষায় ধানের জমি পানিতে ভরে যায়।এ জমিতে পোকা-মাকড় সহ বিভিন্ন প্রজাতির মাছ থাকে। এক শ্রেণীর বেকার লোকেরা বর্ষা মৌসুম এলেই হাঁসের খামার তৈরি করে। বর্ষা কালের শুরু থেকেই ওই খামারীরা ধানের জমিকে কেন্দ্র করে হাঁসের খামার গড়ে তুলেন। শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট ছোট বিল, বড় বিল, কদমতলী।

    এছাড়াও পূর্ব লেঞ্জাপাড়া, পশ্চিম লেঞ্জাপাড়া, মড়রাসহ বিভিন্ন স্থানে ধানের জমির পাশে ওই সব খামার দেখা গেছে। এ ব্যাপারে আলাপ হয় খামারী রহিছ মিয়ার সাথে। আলাপকালে তিনি জানান দুই শতাধিক হাঁস নিয়ে খামার তৈরি করেছেন। হাঁসগুলোর খাবার ধানের জমিতে রয়েছে। সকাল হলে রহিছ মিয়া হাঁসগুলো বিভিন্ন ধানের জমিতে নিয়ে যান। বিকেল হলে হাঁসগুলো নিয়ে নির্ধারিত স্থানে চলে আসেন। প্রতিদিন হাঁসগুলো ডিম পাড়ছে।

    ডিমগুলো পাইকারের কাছে বিক্রি করে তিনি হাজার হাজার টাকা পাচ্ছেন। এমনভাবে আলাপ হয় খামারী, সবুজ মিয়া, কামাল মিয়াসহ আরো কয়েকজনের সাথে। আলাপকালে তারা জানান বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে হাঁস পালনে যোগ দিয়েছেন। হাঁসগুলোর ডিম বিক্রি করে তারা বেকারত্ব দূর করতে পেরেছেন বলে জানান। ভালই চলছে তাদের দিনকাল।

    তারা এখন আর বেকার নয়। শায়েস্তাগঞ্জে ওই সব স্থানে চোখ পড়লেই দেখা যাবে হাঁসের বিচরণ। হাঁসগুলো সুশৃংঙ্খলভাবে খাদ্য সংগ্রহ করে। এতে ফসলের কোন ক্ষতি হচ্ছে না। হাঁস খামারীরা হাঁস পালন করে ভালভাবে দিন অতিবাহিত করছে। চোখে দেখলে বুঝা যাবে হাঁস পালন করে তারা ভালই আছে। হাঁস পালন করে বেকার যুবকরা কর্মসংস্থান খুজে নিতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…