এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চাঁদার দাবিতে আল্টিমেটাম দিয়ে হামলা ও ভাঙচুর, আতঙ্কিত ব্যবসায়ীরা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৪৮ এএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৪৮ এএম

    চাঁদার দাবিতে আল্টিমেটাম দিয়ে হামলা ও ভাঙচুর, আতঙ্কিত ব্যবসায়ীরা

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২০ জুন ২০২৫, ১২:৪৮ এএম

    কিশোরগঞ্জে চাঁদার দাবিতে প্রথমে আল্টিমেটাম এবং পরে না পেয়ে ঘোষণা দিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে৷ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এ ঘটনার পর থেকে আতংকিত হয়ে পড়ছেন ব্যাবসায়ীরা৷ চাঁদাবাজির দাপটে তটস্থ দিন কাটছে তাদের।

    এ ঘটনায় পৌর শিশু পার্কটির পরিচালক মোঃ আমিনুল হক বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও আরও ২০ জন অজ্ঞাতনামা আসামির করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন৷

    মামলার আসামিরা হলেন, জেলা শহর গৌরাঙ্গ বাজার এলাকার বাসিন্দা মো. লোকমান এর তিন ছেলে সাগর(২৪), শাওন (২০), সৈকত (৩০) ও শোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকার আতিক (২০) এবং সারাফ (২০)। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হলে স্বস্তি ফিরে আসবে বলে ব্যাবসায়ীরা জানান৷

    স্থানীয় ও ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গৌরাঙ্গ বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় অবস্থিত পৌর শিশু পার্কে দীর্ঘদিন ইজারাদারের নিকট আসামি সাগর বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে৷ তাদের কথা কোনরকম পাত্তা না দেওয়াতে হুমকি দিয়ে আল্টিমেটাম দিয়ে যায়। তার ধারাবাহিকাতায় গত (১৫ জুন) বিকাল ৫টার দিকে আসামিরা পার্কের ভিতর প্রবেশ করে ভাঙচুর চালায়। টিকিট কাউন্টার থেকে এবং পার্কের অফিসসহ বিভিন্ন দোকানের মালামালের ক্ষতিসহ প্রায় ৬ লক্ষ ৩৭ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পার্কের দুটি গেট এসময় সন্ত্রাসীরা ভেঙে ফেলে। একিসাথে পার্ক সংলগ্ন ব্যবসায়ীদের দোকানেও লুটপাট চালায় বলে মামলা সূত্রে জানা যায়। এমন ঘটনার পরে ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছে।

    পৌর শিশু পার্কটির পরিচালক মোঃ আমিনুল হক বলেন, বিভিন্ন সময় তারা চাঁদা দাবি করে আসছে। তাদের কথামতো চাঁদা না দেওয়াতে আল্টিমেটাম দিয়ে হুমকি দিয়ে যায়। এরই ধারাবাহিকতায় পার্কে হামলা চালিয়ে লুটপাট চালিয়েছে। এর ভিডিও ফুটেজ সংরক্ষিত রয়েছে আমার নিকট৷ আসামিদের গ্রেফতার এবং কঠোর বিচার দাবি জানাচ্ছি। ‎এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে।

    এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷

    এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে ফোনে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি৷ তদন্ত করে আইনানুযায়ী পদক্ষেপ নেওয়া হবে৷

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…