এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মিরপুরে দেশীয় অস্ত্রসহ চার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা) প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৭:১৯ পিএম
    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা) প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৭:১৯ পিএম

    মিরপুরে দেশীয় অস্ত্রসহ চার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

    রাজু আহমেদ, স্টাফ করেসপন্ডেন্ট (ঢাকা) প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৭:১৯ পিএম

    রাজধানীর মিরপুরে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এর আগে শুক্রবার (২০ জুন) বিকাল সোয়া চারটার দিকে মিরপুর মডেল থানাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশে ডিসি রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ শুক্কর (১৯), জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।

    মিরপুর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ জুন) জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতা ও দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী অর্থের বিনিময়ে বস্তি এলাকা থেকে লোকজন সংগ্রহ করে মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশ এলাকায় অবস্থান করছে বলে খবর পায় পুলিশ।

    এমন তথ্যের ভিত্তিতে মিরপুর মডেল থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীদের অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান। তিনি জানান,তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন ও একটি চেইন স্প্রোকেট উদ্ধার করা হয়েছে।

    এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

    ওসি আরও জানান, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে এ অভিযান অব্যাহত থাকবে।’

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…