এইমাত্র
  • ‘ফকির, মিসকিনদের ছেলে-মেয়েরা বড় রাজনৈতিক দলের নেতা’
  • রাশিয়ার বিরুদ্ধে জার্মানির বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থায় সাইবার হামলার অভিযোগ
  • জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ
  • নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
  • প্রয়োজনে চিকিৎসার জন্য হাদিকে বিদেশে পাঠাবে সরকার
  • মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর
  • জামায়াতে যোগ দিলেন বিএনপি’র সাবেক এমপি
  • ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
  • যারা নির্বাচন চায় না, তারাই হাদির ওপর হামলা করেছে: সালাউদ্দিন আহমেদ
  • আজ শনিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গাজীপুরে সংবাদ প্রকাশের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:২৫ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:২৫ পিএম

    গাজীপুরে সংবাদ প্রকাশের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২১ জুন ২০২৫, ১১:২৫ পিএম

    গাজীপুরে ওয়ার্ড যুবদল নেতা রাশেদ খান উৎস (২৬)-এর বিরুদ্ধে "চেক জালিয়াতি করে টাকা উত্তোলন" শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন রাশেদ খান নিজে। তিনি এই অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে থানায় আইনি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    শনিবার (২১ জুন) দুপুর ৩ টায় সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে রাশেদ খান উৎস বলেন, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন তার পরিচিত। প্রায় ছয় মাস আগে বেলায়েত তার কাছ থেকে ব্যবসায়িক প্রয়োজনে ২ লাখ টাকা ঋণ নেন।

    এর মধ্যে ১ লাখ ৫০ হাজার টাকা তিনি নগদে পরিশোধ করেন। বাকি ৫০ হাজার টাকার জন্য এনআরবি ব্যাংক পিএলসি, হোতাপাড়া শাখার একটি চেক (নং CA 0000233, হিসাব নং 1052010075278) ইস্যু করে দেন।

    রাশেদ জানান, "বেলায়েত নিজে সাক্ষীদের সামনে স্বেচ্ছায় ও স্বাক্ষরসহ এই চেকটি আমাকে দেন এবং এক মাসের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দেন। কিন্তু সময়মতো টাকা না দেয়ায় আমি বৈধভাবে ব্যাংকে গিয়ে চেক জমা দিয়ে ১৯ জুন ৫০ হাজার টাকা উত্তোলন করি।

    তিনি আরও বলেন, “চেক চুরির যে অভিযোগ বেলায়েত তুলেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি সম্পূর্ণ সম্মতিপূর্ণ ও আইনগত প্রক্রিয়ায় উত্তোলন করা হয়েছে। কিন্তু এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।

    রাশেদ খান বলেন, “আমি ভাওয়ালগড় ৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। তাই একজন রাজনীতিক কর্মী হিসেবে সমাজে সুনামের সঙ্গে চলি। অথচ ধার নেওয়া টাকার দায় মেটাতে গিয়ে এখন আমাকে জালিয়াত বলে অপবাদ দেওয়া হচ্ছে, যা আমার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ন করছে।

    তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…