এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:০০ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:০০ এএম

    লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২২ জুন ২০২৫, ০২:০০ এএম
    ছবি : সংগৃহীত

    সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিশাল এক র‍্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেন। এই র‍্যালিতে অনেককে ইরানের পতাকা ওড়াতে দেখা যায়। বিক্ষোভকারীরা গাজায় জরুরি সাহায্য পাঠানোর এবং ইসরায়েলকে ইরান আক্রমণ বন্ধ করার আহ্বান জানান।

    সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এই বিশাল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ফিলিস্তিনের পতাকার পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ইরানের পতাকাও দেখা যায়, যা অনেকের নজর কাড়ে।

    বিক্ষোভকারীরা গাজায় দ্রুত মানবিক সাহায্য পাঠানোর দাবি জানান এবং ইসরায়েলকে ইরান আক্রমণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। র‍্যালিটি সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং সবশেষে হোয়াইটহলে গিয়ে শেষ হয়। হোয়াইটহলে আয়োজিত সমাবেশে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।

    বক্তাদের মধ্যে ছিলেন স্বতন্ত্র সংসদ সদস্য জেরেমি করবিন। যিনি পূর্বে ক্ষমতাসীন লেবার পার্টির নেতা ছিলেন। এছাড়াও জনপ্রিয় পপ গায়িকা পালোমা ফেইথ সমাবেশে বক্তব্য রাখেন।

    স্বতন্ত্র সংসদ সদস্য জারাহ সুলতানা তার বক্তব্যে বলেন, এটা জটিল কিছু নয়, এটা কোনো সংঘাত নয়, আত্মরক্ষা নয়। এটা উপনিবেশবাদ, এটা আধিপত্য, এটা গণহত্যা। তার এই বক্তব্য উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সমর্থন লাভ করে।

    এই র‍্যালিটি ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সংহতি প্রদর্শনের একটি বড় মঞ্চ হিসেবে কাজ করেছে, যেখানে গাজার বর্তমান পরিস্থিতি এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হয়। র‍্যালিতে ইরানের পতাকার উপস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এর তাৎপর্য বাড়িয়ে দিয়েছে।

    সূত্র: আল জাজিরা


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…