এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০২:২৪ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০২:২৪ পিএম

    গৌরনদীতে সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ২৩ জুন ২০২৫, ০২:২৪ পিএম

    বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপাড়া, বেলতলা খালের ওপর নির্মিত সেতুটি এখনো সাধারণ মানুষের কোনো কাজে আসছে না। এলাকাবাসীর অভিযোগ, কয়েক মাস আগে সেতুটি নির্মাণকাজ শুরু হলেও এতে ব্যবহৃত হয়েছে নিম্নমানের নির্মাণসামগ্রী।

    সেতুর দুই পাশে র‌্যাম্প নির্মাণে এক পাশে মাটি দিলেও অন্য পাশে কোনো মাটি না দেওয়ায় সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী সুপারি গাছ ও বাঁশের সাঁকো তৈরি করে কোনোভাবে পারাপার করছে। এলাকাবাসীর আরও অভিযোগ, সেতুর দুই পাশের র‌্যাম্পে হাত দিলে সহজেই ধসে পড়ে যায়, যা নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলে।

    সেতুটি স্থানীয় বাসিন্দা আনিস সরদার ও শরীফ বাড়ির সংলগ্ন এলাকায় অবস্থিত। স্থানীয়রা জানান, পুরোনো ভবনের ভাঙা খোয়া এবং রাস্তার কাজে ব্যবহৃত হেরিংবোন ইটের খোয়া দিয়ে ঢালাইয়ের কাজ করা হয়েছে।

    স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম জানান, সেতুর বিভিন্ন স্থানে ইতোমধ্যেই ফাটল দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন, সিলিকন বালির পরিবর্তে নিম্নমানের বিটি বালি ব্যবহার করা হয়েছে, যা নির্মাণের জন্য উপযুক্ত নয়।

    অপর বাসিন্দা রবিউল ভূঁইয়া বলেন, 'সেতুর ঢালাইয়ের মান এতটাই খারাপ যে সামান্য চাপেই ভেঙে যাচ্ছে। তাই এলাকাবাসী বাধ্য হয়ে র‌্যাম্পের অংশ নিজেরাই ভেঙে ফেলেছে।'

    পরে সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকরা ভেঙে যাওয়া র‌্যাম্প ও ফাটল ধরা অংশগুলো মেরামত করতে দেখা গেছে।

    এ বিষয়ে জানতে গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ঠিকাদারকে তথ্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…