এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম

    নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে আদালতের নির্দেশ

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৪ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম

    বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

    বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশালের একটি আদালত কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

    এর আগে ৩১ মে রাতে নগরের ফকিরবাড়ি রোডে জাপার কার্যালয়ে হামলার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা করতে যান জাপার নেতারা। তবে পুলিশ মামলা না নেওয়ায় তারা আদালতের শরণাপন্ন হন।

    দ্রুত বিচার আইনে করা এ মামলার প্রধান আসামি করা হয়েছে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরকে। মামলায় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান, বরিশাল জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। সঙ্গে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

    জাপার জেলা সাধারণ সম্পাদক ও আইনজীবী আবদুল জলিল বলেন, আদালতের নির্দেশের কপি বৃহস্পতিবার সকালে থানায় জমা দেওয়া হয়েছে। ডিউটি অফিসার তা গ্রহণ করেছেন।

    তবে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, “আদালতের আদেশ এখনও হাতে পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

    অন্যদিকে মামলার বিষয়ে গণঅধিকার পরিষদের মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, “আমরা এমন কোনো মামলার বিষয়ে কিছু জানি না। যদি আইনগতভাবে কিছু হয়, তা আইন মেনেই মোকাবিলা করা হবে।”

    উল্লেখ্য, ৩১ মে বিকেলে নগরীতে জাপার একটি মিছিলে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করে দলটি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…