এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার

    তানভীরুল আলম তোহা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম
    তানভীরুল আলম তোহা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম

    সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর বাগমারার সেই প্রতারক সাজেদুর গ্রেফতার

    তানভীরুল আলম তোহা, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০২:৩৫ পিএম

    দীর্ঘদিন ধরে সুদখোর চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীদের অভিযোগ ও সময়ের কণ্ঠস্বরে প্রতিবেদন প্রকাশের পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে বাগমারার কথিত সুদ ব্যবসায়ী ও প্রতারক মোঃ সাজেদুর রহমান।

    বৃহস্পতিবার (১০ জুলাই) মাঝরাতে তাকে গ্রেফতার করেছে রাজশাহী নগরীর রাজপাড়া থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজশাহী নগরীর একটি এলাকায় অভিযান চালিয়ে সাজেদুরকে আটক করা হয়। তার বিরুদ্ধে বাগমারা থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে, যেখানে সাধারণ মানুষকে চড়া সুদে টাকা ধার দিয়ে পরে হুমকি, হয়রানি, মিথ্যা মামলা ও অপহরণ অভিযোগ রয়েছে।

    প্রসঙ্গত, বাগমারা উপজেলার শিবদেবপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম সম্প্রতি সাজেদুরসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    অভিযোগে বলা হয়, সুদে টাকা নিয়ে পরে প্রায় ৯ লাখ ৩০ হাজার টাকা পরিশোধের পরও সাজেদুর তার স্বাক্ষরিত চেক ও স্ট্যাম্প ফেরত না দিয়ে বরং খুনের হুমকি দিতে থাকে। এছাড়া আরও অন্তত ১৫ জন ভুক্তভোগী প্রকাশ্যে এই চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারপর থেকেই সাজেদুরের গ্রেফতার দাবীতে সংবাদ সম্মেলনসহ আরও বেশকয়েকটি অভিযোগ করা হয়। সংবাদ প্রকাশের পর সংবাদ মাধ্যমকে একাধিক আইনি নোটিশ পাঠান সেই প্রতারক সাজেদুর। পরবর্তীতে একাধিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

    এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম জানান, সাজেদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…