এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বেনাপোল সীমান্তে ১০ দিনে ৬ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম

    বেনাপোল সীমান্তে ১০ দিনে ৬ কোটি টাকার চোরাচালানী পণ্য জব্দ

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম

    যশোর-বেনাপোল সীমান্তে জুলাই মাসের ১০ দিনে বিজিবির অভিযানে ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকার স্বর্ণ, মাদক ও ভারতীয় অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে ৩ জন চোরাকারবারীকে আটক করে বিজিবি। যশোর বিজিবি সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহলদল ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত যশোর, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোষ্ট, আন্দুলিয়া, পাঁচপীরতলা, শাহজাদপুর, মাসিলা, শিকারপুর, হিজলী, শালকোনা, বর্ণি ও ঘিবা বিওপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩ জন চোরাকারবারীসহ স্বর্ণ, বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, ভারতীয় শাড়ী, কম্বল, থ্রী-পিস, টু-পিস, থান কাপড়, পোশাক সামগ্রী, সিটি গোল্ড আইটেম, ওষুধ, পলিথিন, জিরাম সিগারেট, চামড়ার জুতা, মোবাইল, মোটর সাইকেল, স্মার্ট ফোনের ডিসপ্লে, বাইসাইকেল, তামাক, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৬ কোটি ৪ লাখ ৩৫ হাজার ৮৯২ টাকা।

    এর মধ্যে গত ৫ জুলাই যশোরের মুরাদগড় বাজারের বাস স্ট্যান্ড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৩টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করে বিজিবি। পরে তাদের তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তিন কেজি ৯৫ গ্রাম সোনার বারগুলো উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৪ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকা থেকে যশোর-মহেশপুর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল।

    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানী মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

    এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামালসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…