মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে ইছামতির নদীর ভাঙন থেকে রক্ষায় বাল্কহেড চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আব্দুল্লাপুর ইছামতি নদীতীর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করে ভাঙন হুমকিতে থাকা স্থানীয় বাসিন্দারা। এতে অংশ নেয় এলাকাবাসী, জনপ্রতিনিধি, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মানববন্ধনকারীরা জানান, আব্দুলাপুর ইউনিয়ন সংলগ্ন ইছামতি নদীতীর গত কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ে। এতে হাজারো মানুষের ভিটে মাটি বিলীনের পথে। স্থানীয় জনপ্রতিনিধি ও অংশীজনরা মিলে প্রশাসনের কাছে আবেদন করে। সম্প্রতি সেখানে ২ কোটি টাকা ব্যয়ে জিওব্যাগের অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে নদীতে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বাল্কহেড চলাচল করছে। রাতদিন ছোট নদীতে বিশাল বড় নৌযান চলাচল করছে। এর কারণে আবারো ভাঙন আশঙ্কায় পড়েছে জিওব্যাগের সে বাঁধ, এতে আবারো হুমকিতে পড়ছে সরকারি অর্থায়নে নির্মিত বাঁধসহ স্থানীয় হাজারো মানুষের ঘরবাড়ি, বিভিন্ন ধর্মীয় ও ব্যবসায়ী প্রতিষ্ঠান।
বাঁধ ও ভিটে মাটি রক্ষায় তাই বাল্কহেড চলাচল বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ বিষয়ে প্রশাসনসহ উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুল আলীম, জামাল মন্ডল, আব্দুলাপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত মহতামিম মাওলানা ইলিয়াস, স্থানীয় জনপ্রতিনিধি আকরাম মন্ডল, শাহনাজ বেগম, মাহমুদা আক্তার, সাংবাদিক আরাফাত রায়হান সাকিবসহ অন্যান্যরা।
এসআর