এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

    গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম
    সংগৃহীত ছবি

    অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন, যাদের মধ্যে ৭ শিশু রয়েছে। রোববার আল-নুসেইরাত শরণার্থী শিবিরে এ হামলা হয় বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো।

    চিকিৎসকরা জানান, নিহতদের মরদেহ আল-আউদা হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পানির ট্যাংকারের পাশে খালি জার নিয়ে লাইনে দাঁড়ানো লোকজনের ওপর ইসরায়েলি ড্রোন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

    এদিকে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) স্বীকার করেছে, তারা ইসলামিক জিহাদের এক সদস্যকে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে গোলাটি লক্ষ্যের চেয়ে বহু মিটার দূরে গিয়ে পড়ে। তারা আরও জানায়, ঘটনাটি তদন্তাধীন এবং তারা বেসামরিক মানুষের ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করে থাকে।

    এক বিবৃতিতে আইডিএফ জানায়, তারা ‘বেসামরিক ক্ষয়ক্ষতি ঠেকাতে যথাসম্ভব চেষ্টা করে’ এবং ‘অপরপক্ষের সঙ্গে যুক্ত নয় এমন নাগরিকদের ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করছে।’

    বিবিসি ভেরিফাই হামলার পরের মুহূর্তের একটি ভিডিও যাচাই করেছে। সেখানে দেখা যায়, শিশুরা আহত অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় সময় সকালে আল-নুসেইরাত জুনিয়র হাই স্কুল থেকে ৮০ মিটার দক্ষিণ-পশ্চিমে একটি সড়কে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলের কাছেই একটি কিন্ডারগার্টেন ভবনও রয়েছে। তবে ভিডিও থেকে স্পষ্ট নয় কীভাবে বিস্ফোরণ ঘটেছে, এটি ইসরায়েলি ড্রোনের গোলা ছিল কি না, কিংবা কোন দিক থেকে ছোড়া হয়েছে।

    গতকাল রবিবার গাজার কেন্দ্রীয় ও গাজা সিটির আবাসিক ভবনে তিনটি আলাদা ইসরায়েলি হামলায় আরো অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সি।

    অন্যদিকে, আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) জানায়, গত ছয় সপ্তাহে রাফায় তাদের ফিল্ড হাসপাতালে যত বেশি গণহত্যার শিকার রোগী এসেছে, তা গত এক বছরের মোট সংখ্যাকেও ছাপিয়ে গেছে। শুধু শনিবারই তারা ১৩২ জন আহত রোগী গ্রহণ করেছে, যাদের মধ্যে ৩১ জন মারা গেছেন।

    এই রোগীদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন এবং সবাই কোনো না কোনো খাদ্য বিতরণ কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানান।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…