মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজলভ্য ও কার্যকর করতে এবার দক্ষিণাঞ্চলীয় জোহর প্রদেশে স্থায়ী কনস্যুলেট জেনারেল অফিস চালু করতে যাচ্ছে সরকার। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবন পরিদর্শনকালে এ ঘোষণা দেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, কুয়ালালামপুরের বাইরে জোহর বাহরুতে কনস্যুলেট স্থাপনের বিষয়টি ইতোমধ্যেই উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। শীঘ্রই এর কার্যক্রম শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি জানান, পেনাংয়েও কনস্যুলেট অফিস খোলার প্রক্রিয়া চলছে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘প্রবাসীদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা প্রদানকে আরও মানবিক, দ্রুত ও সহজলভ্য করতে হবে। এজন্য মিশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও টিম স্পিরিট নিয়ে কাজ করতে হবে।’
পরিদর্শন শেষে হাইকমিশনের মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে হাইকমিশনের সার্বিক কার্যক্রম নিয়ে উপস্থাপনা তুলে ধরা হয়। হাইকমিশনার স্বাগত বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টাকে প্রথমবারের মতো কুয়ালালামপুর হাইকমিশন পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সভা শেষে তিনি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এরপর তিনি হাইকমিশনে স্থাপিত ‘কমার্শিয়াল ডিসপ্লে সেন্টার’ পরিদর্শন করেন।
সরকারের এই উদ্যোগ মালয়েশিয়ায় অবস্থানরত লাখো প্রবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরডি