এইমাত্র
  • ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
  • আইপিএলে ১০ দলের চূড়ান্ত স্কোয়াড
  • ১১ বছরে বাংলাদেশ সীমান্তে ২১ হাজারের বেশি মানুষকে আটক করেছে ভারত
  • সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
  • প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
  • এবার অং সান সু চি’র মৃত্যুর খবর, যা বলছে মিয়ানমার জান্তা
  • ১৩ দিনে এল ১৮ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
  • গাজায় মানবিক সংকট চরমে, ঠান্ডায় মারা গেল নবজাতক
  • আজ বুধবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম

    কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অস্ত্রের চালান লেনদেনের’ সময় বিদেশি একটি এসএমজি ও নগদ ১৪ লাখ টাকাসহ আলোচিত ‘ডাকাত নবী হোসেন বাহিনীর’ চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে বলে তথ্য দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা।

    রোববার (১৩ জুলাই) রাতে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়েছে। উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া স্থানীয় যৌথ বাহিনীর ক্যাম্পের অধিনায়কের বরাতেও গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

    এ ঘটনায় আটকরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২) ও একই ক্যাম্পের সি-১৬ ব্লকের মো. নাজিমুদ্দিনের ছেলে ইয়াছের আরাফাত (৩৫) এবং বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মো. ইউছুফের ছেলে মো. আনাস (৩০) ও একই ক্যাম্পের সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।

    সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে জনৈক ইলিয়াছ নামের পেশাদার ব্যবসায়ীর কাছে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি চালান লেনদেনের খবর পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

    পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে এক ব্যক্তি কৌশলে পালিয়ে গেলেও ৪ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের কাছ থেকে ‘ইউজেটিআই এসএমজি’ নামের একটি বিদেশি অস্ত্র এবং লেনদেনের জন্য আনা নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি নবী হোসেনের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।

    উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জন রোহিঙ্গা দুর্বৃত্তকে আটকের ব্যাপারে সংশ্লিষ্ট বার্তা পাঠিয়ে অবহিত করা হয়েছে। তাদের মধ্যরাত পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…