এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম

    কক্সবাজারের হোটেল ত্যাগ করেছেন এনসিপির শীর্ষ নেতারা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৪:৩৪ পিএম

    কক্সবাজার সফর শেষে রাজধানী ঢাকা বা অন্য কোনো গন্তব্যের উদ্দেশ্যে হোটেল ত্যাগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর ৫ শীর্ষ নেতা।

    বুধবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ইনানীর একটি অভিজাত হোটেল থেকে সাদা রঙের একটি ভিআইপি গাড়িতে তারা বেরিয়ে যান বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র। তবে তারা কক্সবাজার থেকে সড়কপথে না আকাশপথে গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    এর আগে, মঙ্গলবার সকালে হঠাৎ করেই কক্সবাজারে এসে পৌঁছান এনসিপির শীর্ষ ৫ নেতা। তাদের আগমন ঘিরে কক্সবাজারের রাজনৈতিক ও সাংবাদিক মহলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। নানা মহলে প্রশ্ন ওঠে- এ সফর কি নিছক অবকাশযাপন, নাকি এর পেছনে রয়েছে কোনো কূটনৈতিক বা রাজনৈতিক উদ্দেশ্য।

    একাধিক সূত্র বলছে, এনসিপি নেতাদের কক্সবাজার সফরকালীন সময়কালে বিদেশি কোনো কূটনীতিকের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক হয়েছে- এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে কক্সবাজার জেলা প্রশাসন, হোটেল কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

    কক্সবাজার জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজার আসেন এনসিপি নেতারা। পরে তাঁরা ইনানীর সি পার্ল বিচ রিসোর্ট (রয়েল টিউলিপ)-এর ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।

    ওই ৫ নেতা হলেন- হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা. তাসমিন জারা, নাসীরুদ্দিন পাটোয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তাদের সফরসঙ্গীদের মধ্যে সার্জিস আলমের স্ত্রীও রয়েছেন বলে জানা গেছে।

    এই সফরে যুক্ত থাকা গাড়িচালক নুরুল আমিন বলেন, তার গাড়িতে করে এই ৫ নেতা ও তাঁদের ২ নারীসঙ্গী হোটেলে যান। গাড়িটি পূর্বনির্ধারিত ভাড়ায় নয়, বরং বিমানবন্দর থেকেই সরাসরি হোটেলে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

    তিনি আরও জানান, তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের মতো গেট দিয়ে বের হন।

    এদিকে হোটেল সংলগ্ন এলাকায় বেশ কয়েকজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারাও বিষয়টি নিশ্চিত করেছেন।

    বুধবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিকেল ৩টা পর্যন্ত এনসিপি নেতাদের নামে কোনো ফ্লাইট বুকিং পাওয়া যায়নি। ফলে ধারণা করা হচ্ছে, তারা হয়তো সড়কপথে কক্সবাজার ত্যাগ করেছেন।

    এ বিষয়ে একটি আলাদা সূত্র জানায়, এনসিপির ওই প্রতিনিধিদল সড়কপথে মহেশখালীর মাতারবাড়ি এলাকাতেও যেতে পারেন বলে গোপন তথ্য রয়েছে।

    এদিকে মঙ্গলবার রাত থেকেই হোটেলটিতে গণমাধ্যমকর্মীদের প্রবেশ সীমিত করা হয়। বুধবার সকালে দেখা যায়, হোটেলের আশপাশে উখিয়া উপজেলা বিএনপি ও কক্সবাজার জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন। তারা এনসিপি নেতাদের আগমন ও তাদের সঙ্গে সম্ভাব্য বিদেশি সংযোগকে ‘রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন’ হিসেবে উল্লেখ করেন।

    সামগ্রিকভাবে এনসিপি নেতাদের হঠাৎ কক্সবাজার সফর, গণমাধ্যম থেকে আড়াল, এবং গন্তব্য নিয়ে ধোঁয়াশা- সব মিলিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

    স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনরা প্রশ্ন তুলছেন- ৫ আগস্টের মতো রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিনে, যখন ঢাকায় এনসিপির ‘জুলাইপত্র’ প্রকাশ ও প্রধান উপদেষ্টার একাধিক বৈঠক হচ্ছিল, তখন শীর্ষ পাঁচ নেতা হঠাৎ কক্সবাজারে গোপনে এসে কী করতে চেয়েছেন।

    বহুজনের মতে, এটি নিছক অবকাশযাপন নয়; বরং এর পেছনে রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য। যা দেশি-বিদেশি যোগাযোগের অংশ হতে পারে।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…