এইমাত্র
  • আরও দুই নেতাকে সুখবর দিল বিএনপি
  • পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ
  • আশ্রয়প্রার্থীদের জন্য কঠোর হচ্ছে ইউরোপ, না ছাড়লে হবে জেল
  • চীনের কাছে ভারতীয়দের নিশানা না করার আশ্বাস চায় ভারত
  • জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত
  • নাগরিকদের চীন ভ্রমণ নিয়ে সতর্কতা জারি ভারতের
  • বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং
  • ফেইসবুক পোস্টে কমেন্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
  • জুনিয়র হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার ট্রফি বাংলাদেশের
  • আজ মঙ্গলবার, ২৪ অগ্রহায়ণ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম

    সিরাজদিখানে তরুণীর মরদেহ উদ্ধার

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৬ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম
    ছবি: সংগৃহীত

    মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি বাড়ির সিঁড়ি কক্ষ থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (৬ আগস্ট) ভোর রাত ৪টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের খায়ের মাঝির বাড়িতে ঘটনাটি ঘটেছে।

    নিহত তাসলিমা বেগম (২৪) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নানাখি টেঙ্গর গ্রামের বাসিন্দা। তিনি সিরাজদিখান উপজেলার রাঙ্গামালিয়া গ্রামে খায়ের মাঝির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় বাড়ির দ্বিতীয় তলার সিঁড়ি কক্ষের কেচিগেটের অ্যাঙ্গেলে একটি পরিত্যক্ত জানালার পর্দার কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন তাসলিমা। পরে রাতের কোনো এক সময় হঠাৎ ঘুম থেকে উঠে তার ছোট বোন শম্পা আক্তার (১৭) ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা এসে দ্রুত তাকে নিচে নামান। এরপর খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    তাসলিমার বাবা মো. আবুল কাশেম জানান, তিনি ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার পর ছোট মেয়ের জামাই তাকে ফোনে বিষয়টি জানান। তিনি বলেন, 'আমার মেয়ে প্রেমঘটিত বিষয় নিয়ে কিছুটা মানসিক চাপে ছিল। ধারণা করছি, সেই অভিমান থেকেই সে আত্মহত্যা করেছে।'

    সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তা ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, আত্মহত্যা, না কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…