কিশোরগঞ্জের হোসেনপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাইয়ান মাহমুদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাইয়ান মাহমুদ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমানপুরুরা গ্রামের শামসুল আলমের ছেলে।
স্বজনরা জানান, বুধবার সকালে শিশু রাইয়ান মাহমুদ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। খেলাধুলা করতে করতে সে বসতঘরের পাশে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে তার পরিবারের লোকজন উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু কোথায়ও খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি বা জানায়নি। তারপরও আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। এরপর জানা যাবে শিশুটি কীভাবে মারা গেল।
এইচএ