এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    প্রথম ১০ সেকেন্ডে ট্রাম্পকে ৪ বার ধন্যবাদ দেন জেলেনস্কি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম

    প্রথম ১০ সেকেন্ডে ট্রাম্পকে ৪ বার ধন্যবাদ দেন জেলেনস্কি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৫:৫৪ পিএম
    সংগৃহীত ছবি

    রাশিয়ার সঙ্গে যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প ও জেলেনস্কির এবারের বৈঠকের পরিবেশ গত ফেব্রুয়ারির চেয়ে অনেকটাই আলাদা ছিল।

    ফেব্রুয়ারির বৈঠক চলাকালে ধন্যবাদ না দেওয়ায় জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অকৃতজ্ঞ বলেছিলেন। গতকালের বৈঠকে দেখা গেল ভিন্ন চিত্র। এদিন দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যের প্রথম ১০ সেকেন্ডেই জেলেনস্কি চারবার ‘ধন্যবাদ’ শব্দটি উচ্চারণ করেন।

    ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমন্ত্রণের জন্য আপনাকে ধন্যবাদ। হত্যাকাণ্ড থামাতে ও এই যুদ্ধ বন্ধে আপনার ব্যক্তিগত প্রচেষ্টার জন্য অনেক অনেক ধন্যবাদ। এ সুযোগকে কাজে লাগানোর জন্য ধন্যবাদ। আর আপনার স্ত্রীকেও অনেক ধন্যবাদ।’

    সোমবারের বৈঠকে স্পষ্ট বোঝা যাচ্ছিল, আলোচনা যেন কোনোভাবে ভেস্তে না যায়, তা নিশ্চিত করতে ইউক্রেনীয় পক্ষ বিশেষ সতর্ক ছিল।

    এদিন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দেওয়ার জন্য জেলেনস্কি তার সঙ্গে নিজের স্ত্রীর লেখা একটি চিঠি নিয়ে আসেন। একই সঙ্গে তিনি গত সপ্তাহে পুতিনকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির লেখা চিঠির প্রশংসা করেন। চিঠিতে ইউক্রেন যুদ্ধের কারণে শিশুদের দুর্দশার বিষয় উল্লেখ করেছিলেন মেলানিয়া।

    সাংবাদিক ব্রায়ান গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেন, ‘আপনাকে এই পোশাকে অসাধারণ দেখাচ্ছে।’ যদিও এর আগে ফেব্রুয়ারিতে ওভাল অফিসে জেলেনস্কির পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ব্রায়ান গ্লেন।

    এ সময় ট্রাম্প জেলেনস্কি এবং ওই সাংবাদিকের কথার মধ্যে হস্তক্ষেপ করে বলেন, ‘আমিও একই ধারণা পোষণ করছি।’ ট্রাম্প বলেন, ‘এর আগে এই সাংবাদিকই আপনাকে পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন’। এ সময় পুরো রুম জুড়ে হাসির রোল বয়ে যায়।

    জবাবে জেলেনস্কি বলেন, ‘বিষয়টি আমার স্মরণে আছে। এখনও আমি একই ধরনের পোশাক পরেছি। ’ তার এই কথা শুনে সাংবাদিক ও মার্কিন কর্মকর্তারা আরও অট্ট হাসিতে ফেটে পড়েন।

    গত ফেব্রুয়ারিতে ওভাল অফিসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গ্লেন জেলেনস্কির উদ্দেশ্যে বলেছিলেন, ‘আপনি কেন স্যুট পরেননি। আপনি আমেরিকান সর্বোচ্চ অফিসে রয়েছেন। আপনার কী স্যুট নেই। অনেক আমেরিকান মনে করছেন আপনি এই অফিসের যথাযথ সম্মান করছেন না।’

    জবাবে জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তিনি সামরিক পোশাক পরিদানের সিদ্ধান্ত নিয়েছেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…