এইমাত্র
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম

    দেশের বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম

    নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণিল আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    বুধবার (২০ আগস্ট) বিকেলে সরকারি পাইলট স্কুল প্রাঙ্গণ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে প্রেসক্লাব চত্তরে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তোজাম্মেল হক বকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা অ্যাডভোকেট এম. এ. মান্নান। তিনি সভায় বলেন, 'স্বেচ্ছাসেবক দল স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে সংগঠন জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেওতা অব্যাহত থাকবে।'

    আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

    ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে এক পথসভায় মিলিত হয়।


    নাটোর প্রতিনিধি:

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সংগঠন স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র‍্যালি করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

    বুধবার (২০ আগস্ট) বিকেলে চাঁচকৈড় নতুন গরু হাট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

    এ সময় র‍্যালিতে অংশগ্রহণ করেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মনির হোসেন, সদস্য এনামুল হক, আমিরুল ইসলাম, মামুন খান।

    এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক রাঙ্গা মোল্লা, সেলিম রেজাসহ প্রমুখ।

    বেনাপোল প্রতিনিধি :

    নানা আয়োজনে যশোরের শার্শার বাগআঁচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

    বুধবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪ টার সময় বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বৃক্ষরোপণ ও আলোচনা সভা এবং বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়ার ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

    এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হোসেন রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টুসহ অনেকে।

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় গলাচিপা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পৌর মঞ্চে আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

    উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হক শাকিলের সঞ্চালনায় আলোচনা সভার উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদারসহ অনেকে।

    পিরোজপুর প্রতিনিধি:

    পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

    বুধবার দুপুর ১২ টায় পিরোজপুর টাউন ক্লাব মিলনায়তন থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে পথসভায় সবাই মিলিত হয়।

    বিএনপি কার্যালয়ের সামনে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ। সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রিয়াজ মাতুব্বর। সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামসহ অনেকে।

    উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:

    কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

    বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মঞ্চে গিয়ে শেষ হয়।

    র‍্যালিতে জেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য তাসভীর-উল ইসলাম, সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ সরকার, এরশাদুল হাবিব নয়ন, পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ছিলেন।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…