এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    কবে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান!

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম
    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম

    কবে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান!

    বিনোদন ডেস্ক প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম

    প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কোক স্টুডিও বাংলার নতুন গানের অপেক্ষায় ছিলেন শ্রোতারা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, আগামী ২৩ আগস্ট তৃতীয় মৌসুমের নতুন গান প্রকাশিত হবে।

    ১৮০ সুরকার ও শিল্পীদের অংশগ্রহণে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল। এই মৌসুমের তিনটি গান প্রকাশিত হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ২৫ মে প্রকাশিত হয়েছিল তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’। এরপর কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের আর কোনো গান আসেনি।

    নতুন ঘোষণায় জানানো হয়েছে, এবার একসঙ্গে ছয়টি গান প্রকাশের পরিকল্পনা রয়েছে। এতে অংশ নিচ্ছেন দেশসেরা শিল্পীদের পাশাপাশি একঝাঁক উদীয়মান গায়ক-গায়িকা। আয়োজনটি আরও বিস্তৃত হচ্ছে সৃজনশীলতা ও সাংগীতিক বৈচিত্র্যে, যা দেশের সংগীতপ্রেমীদের জন্য নতুন রকম অভিজ্ঞতা হয়ে উঠবে।

    কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জু–উন নাহার বলেন, ‘আবারও আমাদের দর্শক-শ্রোতাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। কোক স্টুডিও বাংলা শুরু থেকেই বাংলাদেশের সংগীত ও সংস্কৃতিকে উদযাপন করে আসছে। সিজনের বাকি অংশে থাকছে কিছু অসাধারণ চমক।’

    মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণবও আশাবাদী নতুন গানগুলো নিয়ে। তাঁর ভাষায়, ‘এই মৌসুমে আমরা প্রতিভাবান অনেক শিল্পীকে একত্র করেছি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে অসাধারণ কিছু গান। আমাদের আশা, শ্রোতারা সেই আবেগ ঠিকই টের পাবেন।’

    ২৩ আগস্ট থেকে শুরু করে পরবর্তী গানগুলো দর্শক-শ্রোতারা উপভোগ করতে পারবেন কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই-সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে।

    উল্লেখ্য, ২০২২ সালে যাত্রা শুরু করা কোক স্টুডিও বাংলার প্রথম মৌসুমে প্রকাশ পেয়েছিল ১০টি গান। তখন থেকেই প্ল্যাটফর্মটি জনপ্রিয় হয়ে ওঠে সৃজনশীল মিউজিক ফিউশন, চমৎকার প্রযোজনা এবং বৈচিত্র্যময় শিল্পী নির্বাচনের জন্য।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…