এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    তথ্য-প্রযুক্তি

    এবার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করল হোয়াইট হাউস

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম
    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম

    এবার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করল হোয়াইট হাউস

    তথ্য-প্রযুক্তি ডেস্ক প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম

    এবার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। এর আগে ২০২০ সালে ডোনাল্ড ট্রাম্প অ্যাপটিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে দেখা গেছে, ট্রাম্পের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ফলোয়ার দেড় কোটির বেশি।

    গত মঙ্গলবার খোলা হোয়াইট হাউজের অফিসিয়াল অ্যাকাউন্টটিতে এক ঘণ্টার মধ্যে প্রায় সাড়ে ৪ হাজার অনুসারী যুক্ত হয়, খবর দ্যা গার্ডিয়ানের।

    অ্যাকাউন্টটির প্রথম পোস্টে ২৭ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপের সঙ্গে লেখা ছিল, ‘আমেরিকা, আমরা ফিরে এসেছি! কেমন আছো টিকটক?’

    অন্যদিকে ট্রাম্পের ব্যক্তিগত টিকটক অ্যাকাউন্টে বর্তমানে ১ কোটি ৫১ লাখের বেশি ফলোয়ার রয়েছে, যদিও তার সর্বশেষ পোস্ট ছিল ২০২৪ সালের ৫ নভেম্বর নির্বাচনের দিন। ট্রাম্প স্বীকার করেছেন, তরুণ ভোটারদের সমর্থন আদায়ে টিকটক বড় ভূমিকা রেখেছে, যা ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে তাকে জয়ী হতে সহায়তা করে।

    হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘ট্রাম্প প্রশাসন যত বেশি সম্ভব দর্শক ও প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক সাফল্য তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।’

    তবে বিতর্ক রয়ে গেছে। কংগ্রেস গত বছর জাতীয় নিরাপত্তার কারণে টিকটক নিষিদ্ধ করার আইন পাস করে, যা আদালতের লড়াই শেষে সুপ্রিম কোর্টও বহাল রাখে। আইন অনুযায়ী ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে টিকটককে বিক্রি করতে না পারলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প জানুয়ারিতে শপথ নেওয়ার পর থেকেই কয়েক দফা সময়সীমা বাড়িয়েছেন, সর্বশেষ জুনে আরও ৯০ দিনের বাড়তি সময় দেন। এই সময়সীমা শেষ হবে সেপ্টেম্বরে।

    ট্রাম্প প্রথমে টিকটক নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। কিন্তু ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় টিকটকে যোগ দিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ ফলোয়ার অর্জন করেন এবং অ্যাপটির সিইও শৌ জি চিউকে ফ্লোরিডার মার-আ-লাগো এস্টেটে আতিথ্য দেন। পরে তিনি ঘোষণা দেন, টিকটককে তিনি রক্ষা করবেন।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের ব্যবহারকারী প্রায় ১৭ কোটি, আর বিশ্বব্যাপী প্রায় ২০০ কোটি।

    আরডি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…