রাশিয়ার তেল ক্রয় এবং বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েন চলার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা বন্ধ করছে ভারত। আগামী ২৫ আগস্ট থেকে বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ডাক পরিষেবা।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই স্থগিতাদেশ সাময়িক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই এ পরিষেবা ফের চালু করতে চায় ভারত।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ এবং ৮০০ ডলার পর্যন্ত মূল্যমানের পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় ছিল। পাশাপাশি ডাকযোগে পণ্য পাঠানোর ক্ষেত্রেও বড় আকারের ছাড় ছিল।
চলতি বছর জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর মার্চে ভারতের ওপর নির্ধারিত শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করেন ট্রাম্প, তবে তখন পর্যন্ত ডাকযোগে যুক্তরাষ্ট্রে পাঠানো পণ্যের ওপর ছাড় বাতিল করেননি তিনি।
এর পর রাশিয়া থেকে তেল ক্রয় এবং গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের অবদান স্বীকার না করায় জুলাই থেকে টানাপোড়েন শুরু হয় যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে। সেই টানাপোড়েনের জেরেই গত ৬ আগস্ট ভারতের আরও ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নির্ধারিত শুল্ক বেড়ে পৌঁছায় ৫০ শতাংশ। ডাক পরিষেবার ক্ষেত্রেও ছাড় অনেকাংশে কমানো হয়।
এমআর-২