ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনের সার্বিক প্রক্রিয়া প্রত্যাশিত হয়নি।
আবিদুল বলেন, ‘নির্বাচনের আগের দিন সাইবার হামলার শিকার হয়েছি। আজ সকাল থেকে শুরু হয় আচরণবিধি লঙ্ঘনের নানা ধরনের অপপ্রচার। প্রার্থীদের কেন্দ্রে প্রবেশের অধিকার থাকলেও তা বাধাগ্রস্ত করা হয়েছে। এমনকি রিটার্নিং অফিসাররাও এসব অপপ্রচারে অংশ নিয়েছেন বলে আমাদের অভিযোগ।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগেই পূর্ণ করে রাখা ব্যালট পাওয়ার অভিযোগ এসেছে অন্তত দুটি কেন্দ্র থেকে। এটি পুরো ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।’
আবিদুল ইসলাম আরও দাবি করেন, ‘ভোটের দিন বহিরাগত জামায়াত নেতাকর্মীদের ক্যাম্পাসে ঘোরাফেরা করতে দেখা গেছে। এখন পর্যন্ত ১২টি লিখিত অভিযোগ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনে জমা দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখনও আমরা ধৈর্য ধারণ করছি। তবে স্পষ্ট করে বলতে চাই—ভোট নিয়ে কোনো ধরনের কারচুপি হলে সাধারণ শিক্ষার্থীরা এর প্রতিরোধ গড়ে তুলবে।’
আরডি