সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনার বিভিন্ন চরে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি পুরাতন নৌকার লোড-আনলোড মেশিনসহ প্রায় নয় লাখ টাকার সরঞ্জাম আটক করেছে নৌ-পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি মো: ফিরোজ উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার রাতে যমুনা চরে অভিযান চালালে অভিযানের সংবাদ পেয়ে বালু বহনকারী নৌকা রেখে টাংগাইল জেলার ভূয়াপুর উপজেলার ছোট ননছিয়া পাড়ার সাত্তার শেখের ছেলে মো: আব্দুল হাই (৪৫) ও একই গ্রামের মো: আবু তালেব মিয়ার ছেলে মো: তালাম (৩২) পালিয়ে যায়।
নৌ পুলিশ সূত্রে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী নৌপুলিশের একটি দল, নৌ ফাঁড়ির আওতাধীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চর সলিমাবাদ ভূতের মোড় যমুনা নদীতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় নৌ পুলিশ ফাঁড়ি ২টি নৌকাসহ নয় লাখ টাকার বালু জব্দ করে। বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) তৎসহ পেনাল কোড ৪৩১ অপরাধ সংঘটিত হয়েছে।
তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে, বলে নিশ্চিত করেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক।
এছাড়াও অবৈধভাবে বালু উত্তোলনের তথ্য উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। উল্লেখ্য, সেখানে তথ্য দাতার সকল বিষয় গোপন রাখার শর্তও দেওয়া হয় ঐ পোস্টে।
এসআর