মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর আশপাশে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি ড্রেজার বিকল করা হয়। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- মো. মোকলেছ, মো. ফারুক ও মো. জুয়েল।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলার লৌহজং উপজেলার মাওয়া ও শিমুলিয়া এলাকা সংলগ্ন পদ্মা নদীতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছারউদ্দিন। দণ্ডপ্রাপ্ত মোকলেছ পটুয়াখালীর দশমিনা উপজেলার গোছানি গ্রামের মোজাফ্ফর মাদবরের ছেলে, জুয়েল একই জেলার রাঙ্গাবালী উপজেলার কাছিবুনিয়া গ্রামের মো. খলিল মৃধার ছেলে এবং দণ্ডপ্রাপ্ত ফারুক মাদারীপুরের শিবচর উপজেলার চরচান্দা গ্রামের হযরত আলী চোকদারের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছারউদ্দিন জানান, পদ্মা সেতুর আশপাশে পদ্মা নদীতে একটি চক্র ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে শনিবার ভোর ৫টা পর্যন্ত পদ্মা সেতুর আশপাশের পদ্মা নদীতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনরত অবস্থায় দু’টি ড্রেজার জব্দ করে পানিতে ডুবিয়ে বিকল করা হয়। এছাড়া বালু উত্তোলনে জড়িত ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এআই