এশিয়া কাপ জয়ের প্রায় এক মাস পেরিয়ে গেলেও ভারতের হাতে এখনো ওঠেনি শিরোপা। এই নিয়ে বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) মধ্যে বেশ কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে। তবে এখন পর্যন্ত এ নিয়ে কোনো চূড়ান্ত সুরাহা হয়নি।
পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগামী ১০ নভেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ভারতের হাতে ট্রফি তুলে দিতে চায় এসিসি। তবে এর জন্য শর্ত জুড়ে দিয়েছেন এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
এসিসির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কখনোই ট্রফি দিতে অস্বীকৃতি জানায়নি। বরং আয়োজনের মাধ্যমে তা তুলে দিতে প্রস্তুত তারা। তবে শর্ত হলো, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, খেলোয়াড়েরা এবং বিসিসিআইয়ের প্রতিনিধি রাজীব শুক্লা—সবার উপস্থিতি থাকতে হবে অনুষ্ঠানে।
মহসিন নাকভি বলেন, ‘বিসিসিআইয়ের সঙ্গে কয়েক দফা চিঠি চালাচালি হয়েছে। এসিসি তাদের জানিয়েছে, ১০ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠানের মাধ্যমে আমরা ট্রফি দিতে প্রস্তুত, তবে পুরো দলের উপস্থিতিই বাধ্যতামূলক।’
গত ২৯ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারত। কিন্তু ম্যাচ শেষে ট্রফি হস্তান্তরের প্রথা ভেঙে দেওয়া হয়নি বিজয়ীদের হাতে শিরোপা।
ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালক সায়মন ডুল তখন বলেন, ‘আমাকে এসিসি জানিয়েছে, ভারতীয় দল ট্রফি গ্রহণ করবে না। সুতরাং এটিই ছিল অনুষ্ঠান শেষের ঘোষণা।’
এরপর থেকেই ট্রফি বিতরণ নিয়ে শুরু হয় বিতর্ক। ভারতীয় ক্রিকেট বোর্ড ট্রফি গ্রহণে অনিচ্ছুক কি না—তা নিয়ে চলতে থাকে জল্পনা। সেই সূত্র ধরেই ভারত ট্রফি বুঝে নিতে চিঠি দেয় এসিসিকে। জবাবে এসিসি জানায়, তারা সব সময় ট্রফি দিতে প্রস্তুত ছিল, তবে আনুষ্ঠানিকতার মাধ্যমেই।
এই ইস্যুতে এসিসি সভাপতি মহসিন নাকভি শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যম।
আরডি