এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম
    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম

    বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

    সুজন ভট্টাচার্য্য, বান্দরবান প্রতিনিধি প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১১:২০ এএম

    বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। সাথে ১০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়।

    বলিপাড়া ইউনিয়নের বলি বাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস প্রায় ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত।

    ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই প্রায় ১ ঘণ্টার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় স্থানীয়রা। এই সময় বাজারের বাইরের লোকজনও বালতি করে টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।

    অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিরূপণ করা যায়নি।

    এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন দোকানদার পায়ের পেরেক ঠুকে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল সময়ের কন্ঠস্বরকে জানান, রাত ১টা ৪৫ মিনিটের দিকে বলি বাজারে আগুন লেগে ১১টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে।

    এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…