বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। সাথে ১০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়।
বলিপাড়া ইউনিয়নের বলি বাজার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিস প্রায় ১৮ কিলোমিটার দূরত্বে অবস্থিত।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই প্রায় ১ ঘণ্টার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় স্থানীয়রা। এই সময় বাজারের বাইরের লোকজনও বালতি করে টিউবওয়েলের পানি দিয়ে আগুন নেভাতে সহযোগিতা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিরূপণ করা যায়নি।
এই ঘটনায় কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন দোকানদার পায়ের পেরেক ঠুকে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল ফয়সাল সময়ের কন্ঠস্বরকে জানান, রাত ১টা ৪৫ মিনিটের দিকে বলি বাজারে আগুন লেগে ১১টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তিনি আরো বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ করছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে তাদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এসআর