দীর্ঘ ২৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও গ্রামীণ ব্যাংকের চাকুরীজীবি মোঃ আলমগীরের একমাত্র ছেলে।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসের শিশু রাফসানের ক্যান্সার সনাক্ত হয় এরপর দেড় বছর ভারতে চিকিৎসা চলে। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব খারাপ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আই সি ইউতে চিকিৎসাধীন আছে আট দিন ধরে। চিকিৎসক বলেছেন বোন মেরু ট্রাসপ্ল্যান্ট করতে যার জন্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্রয়োজন।
রাফসানের পিতা মোহাম্মদ আলমগীর জানান, প্রভিডেন্ট ফান্ড, আত্মীয়- স্বজন থেকে ধার নিয়ে টাকা খরচ করে আমি নিঃস্ব। আমার ছেলেকে বাঁচাতে সবার সহযোগিতা কামনা করছি।
কেউ সহযোগিতার হাত বাড়াতে ইচ্ছুক হলে ( 01713-610413) রাফসানের পিতার সাথে যোগাযোগ করতে পারেন।
এসআর