রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের দুই সদস্যকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুই সদস্য সন্ত্রাসী হামলার শিকার হন।
আহত দুই সদস্যের মধ্যে একজনের নাম ইউসুফ আলী রেদোয়ান, অপরজনের নাম এখনো জানা যায়নি। তাদেরকে মু/মূ/র্ষু/ অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে (রাজউক কলেজ সংলগ্ন) গতকাল সন্ধ্যায় আনা হয়েছে।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম বলেন, নিজেদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে অফিসে দুইপক্ষের মারামারি ঘটনায় রেদোয়ান নামের একজন আহত হয়েছে। আহতকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনা আমরা তদন্ত করে দেখছি।
এসআর