এইমাত্র
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • প্রসূতি মৃত্যুর ঘটনায় উপদেষ্টার দপ্তরের নির্দেশে তদন্ত শুরু
  • সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিন মারা গেছেন
  • বাসভবন-কার্যালয় প্রস্তুত, সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান
  • ফটিকছড়িতে অবাধে কাটা হচ্ছে পাহাড়-টিলা-কৃষি জমি, হুমকিতে পরিবেশ
  • আনিস আলমগীর, শাওনসহ ৪জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

    সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

    এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

    পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হয়।

    প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, মাসালং সেনা ক্যাম্পের আওতাধীন দক্ষিণ একুজ্জাছড়ি পাড়ার ১৪ মাইল এলাকায় ইউপিডিএফ-এর একটি সশস্ত্র গ্রুপ বনবিভাগের সরকারি জমি অবৈধ দখল করে আদালতের রায় উপেক্ষা করে কথিত স্কুল নির্মাণের অপচেষ্টা চালায়। গত ১৪ ডিসেম্বর (রবিবার) বনবিভাগ ও পুলিশের যৌথ অভিযানে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

    এর প্রতিক্রিয়ায় ইউপিডিএফ নেতা সজীব চাকমার নেতৃত্বে সশস্ত্র ব্যক্তিরা মাসালং বাজার এলাকায় বনবিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে আশরাফুল নামে এক বনরক্ষী গুরুতর আহত হন। একই সঙ্গে বাঘাইহাট-সাজেক সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও গুড়ি ফেলে রাস্তা বন্ধ করে দেওয়া হলে সাজেকে গমনাগমনরত পর্যটকরা আটকা পড়েন।

    ঘটনার পর বাঘাইহাট সেনা জোনের মাসালং সেনা ক্যাম্প ও বাঘাইহাট জোন সদর থেকে সেনাবাহিনীর একাধিক টহল দল ঘটনাস্থলে পৌঁছে সড়কের বাধা অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

    সরকারি স্থাপনার নিরাপত্তা এবং পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে বলে জানানো হয়। পাশাপাশি বাঘাইহাট জোনের আওতায় শিক্ষা সহায়তা, চিকিৎসা সেবা, উপকরণ বিতরণসহ নানা সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

    সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন কার্যক্রম ও সন্ত্রাস দমন অভিযান আগামীতেও চলমান থাকবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…