৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতার চূড়ান্ত স্মারক মহান বিজয় দিবস। এই দিনটি জাতীয় অস্তিত্ব, স্বাধীনতা ও সার্বভৌমত্বের অবিনাশী প্রতীক হলেও ৫৫তম বিজয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের আলোকসজ্জা বা দৃশ্যমান আনুষ্ঠানিক উদযাপনের চিহ্ন দেখা যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জাতির সর্বশ্রেষ্ঠ অর্জনের দিনটি এভাবে উপেক্ষিত হওয়া অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ধরনের অবহেলা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী।
ছাত্রদলের দাবি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় কেবল ইতিহাস নয়, বরং এটি আমাদের জাতীয় আদর্শ ও প্রেরণার মূল ভিত্তি। এই আদর্শের প্রশ্নে কোনো উদাসীনতা বা নীরবতা গ্রহণযোগ্য নয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরিফ হোসাইন শান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ অবস্থানের বিরুদ্ধে সুস্পষ্টভাবে ক্ষোভ ও প্রতিবাদ জানান। তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছাত্রদলের অবস্থান দ্ব্যর্থহীন; এখানে কোনো আপস নেই।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান।
এসএম