বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে এবং এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এলাকায় এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, “এটি আমার শেষ নির্বাচন। এবার ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।”
জামায়াতে ইসলামীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দলটি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। অনেক মানুষ হত্যা করা হয়েছে, মা-বোনদের সম্ভ্রমহানি ঘটানো হয়েছে। এসবের জন্য তারা এখনো ক্ষমা চায়নি। যারা ১৯৭১ সালের জন্য ক্ষমা চায়নি, তারা কীভাবে ভোট চাইতে পারে—সে প্রশ্নও তোলেন তিনি।
এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, দেশের মানুষের জন্য বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
নির্বাচনী পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইখা